ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাজস্থান রয়্যালসের যে বোলারকে দেখে ভয় পায় আন্দ্রে রাসেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১৮:৫১:২৯
রাজস্থান রয়্যালসের যে বোলারকে দেখে ভয় পায় আন্দ্রে রাসেল

রেকর্ড বলছে, টি-২০ ক্রিকেটে আন্দ্রে রাসেলের বিরুদ্ধে বরাবর সফল হন ক্রিস মরিস। সুতরাং, দ্রে রাস ব্যাট করতে আসা পর্যন্ত মরিসের ওভার বাঁচিয়ে রাখতে চাইবে রয়্যালস।

রাসেলের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে মরিসের রেকর্ড অত্যন্ত ভালো। টি-২০ ক্রিকেটে রাসেলকে মোট ২৩টি বল করেছেন মরিস। খরচ করেছেন ৩৪ রান। এই ২৩টি বলে মরিস দ্রে রাসের উইকেট নিয়েছেন ৩ বার। ক্যারিবিয়ার তারকার বিরুদ্ধে ওভার পিছু কম-বেশি ৮ রান খরচ করাকে কৃপণ বোলিং বললে মোটেও ভুল হবে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ