ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টি-২০ তে ৩৮০ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ১৯:১৯:১৩
টি-২০ তে ৩৮০ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ব্যাট হাতে তাণ্ডব চালায় নেপাল।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার কুশল ভারতেল। ৫৩ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৮টি চার ও ৩টি ছক্কা। এছাড়া কুশল মাল্লা ২৪ বলে ৫০, দীপেন্দ্র সিং ঐরি ১৮ বলে ৪৮ ও অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা ১৯ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ২৩৮ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বড় রান তাড়ার চাপে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ব্যাটিং ব্যর্থতায় ১৭.২ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় তারা। নেপালের পক্ষে করণ কেসি তিনটি এবং কমল ঐরি ও সন্দ্বীপ লামিচানে দুটি করে উইকেট শিকার করেন।

নেদারল্যান্ডসের পক্ষে সেবাস্তিয়ান ব্রাত ২৭ বলে ২৬, ম্যাক্স ও’দোদ ১৯ বলে ২০ ও অধিনায়ক সিলার ১২ বলে ১৩ রান করেন। এছাড়া আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন করণ কেসি। সিরিজ সেরা হয়েছেন কুশল ভারতেল।

প্রসঙ্গত, নেপালের এই জয়ের চেয়েও রানের দিক থেকে বড় ব্যবধানে জয়ের নজির আন্তর্জাতিক ক্রিকেটে আছে ৬টি।

সংক্ষিপ্ত স্কোর

টস : নেদারল্যান্ডস

নেপাল : ২৩৮/৩ (২০ ওভার)ভারতেল ৭৭, কুশল মাল্লা ৫০*, দীপেন্দ্র ৪৭ফিলিপ ৪৩/২, ব্রাত ২৮/১

নেদারল্যান্ডস : ৯৬/১০ (১৭.২ ওভার)ব্রাত ২৬*, ম্যাক্স ২০করণ ১১/৩, কমল ২২/২, লামিচানে ২৬/২

ফল : নেপাল ১৪২ রানে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫০% ডিভিডেন্ড! ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো বড় সুখবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য... বিস্তারিত