ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কলকাতার দ্বিতীয় ধাক্কা, উইকেট তুলে নিলো সাকারিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ২০:৫৬:৩২
কলকাতার দ্বিতীয় ধাক্কা, উইকেট তুলে নিলো সাকারিয়া

কলকাতা তাদের প্রথম একাদশে একটি মাত্র রদবদল করে।চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স রয়েছে লিগ টেবিলের সাত নম্বরে। কলকাতার মতোই ৪ ম্যাচে ১টি জয় তুলে নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে শেষে। এই অবস্থায় লিগ টেবিলের একেবারে শেষে থাকা দু'দল পরস্পরের মুখোমুখি ওয়াংখেড়েতে।

নীতিশ রানার আউটম্যাচের ৮ম ওভারে দলীয় ৫০ রানে সাকারিয়া বলে ক্যাচ আাউট হন নীশিত রানা।

গীল রান আউটম্যাচের ৬ষ্ঠ ওভারে দলীয় ২৪ রানের মাথায় মুস্তাফিজের বল মারতে গিয়ে জস বাটলার রান আউট করে।

২ ওভারে কলকাতা ৮/০২টি ওয়াইড-সহ চেতন সাকারিয়ার ৮ বলের ওভারে মোট ৫ রান তোলে কেকেআর। ২ ওভারে কলকাতা বিনা উইকেটে ৮ রান তুলেছে।

১ ওভারে কলকাতা ৩/০উনাদকাটের প্রথম ওভারে কলকাতা কোনও উইকেট না হারিয়ে ৩ রান তোলে।

ম্যাচ শুরুযথারীতি কলকাতার হয়ে ওপেন করতে নামেন গিল ও রানা। বোলিং শুরু করেন উনাদকাট।

কলকাতার প্রথম একাদশশুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, শিবম মাভি ও প্রসিধ কৃষ্ণা।

রাজস্থানের প্রথম একাদশজোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

নাগারকোটির বদলে মাভিকমলেশ নাগারকোটিকে একটি ম্যাচ খেলিয়েই রিজার্ভ বেঞ্চে পাঠায় কেকেআর। তাঁর পরিবর্তে তারা মাঠে নামায় আরও এক তরুণ পেসার শিবম মাভিকে।

মাঠে নামার সুযোগ পেলেন যশস্বী

মনন ভোরার পরিবর্তে যশস্বী জসওয়ালকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় রাজস্থান। উনাদকাট কামব্যাক করেন শ্রেয়স গোপালের পরিবর্তে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত