ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে ‘ভয় দেখাচ্ছেন’ শ্রীলঙ্কার হেড কোচ আর্থার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ২১:৫৭:৫০
বাংলাদেশকে ‘ভয় দেখাচ্ছেন’ শ্রীলঙ্কার হেড কোচ আর্থার

পাল্লেকেলে টেস্টের চারদিন পার হওয়ার পরও দুই দলের দুই ইনিংস শেষ হয়নি, পড়েছে মাত্র ১০ উইকেট। শেষদিনের জন্য বাকি দুই ইনিংস। বলা যায়, মিরাকল না ঘটলে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে এই টেস্ট।

তবে ‘মিরাকল’ নয়, বরং অবলীলায় জয়ের কথা বলে ফেললেন লঙ্কান কোচ মিকি আর্থার। শেষদিনেও বাংলাদেশকে অলআউট করে জেতা সম্ভব, ইঙ্গিতে এমন কথাই তুললেন এই কোচ।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই জয়ের কথা ভাবছি। এভাবেই আমরা ক্রিকেটটা খেলতে চাই। ড্রেসিংরুমে যেন এই গুরুত্বপূর্ণ সংস্কৃতিটা থাকে। আমরা এখানে সংখ্যা বাড়াতে আসিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে বলেছিলাম, জয়ী দল হওয়ার আগে আমরা এমন দল হতে চাই, যাদের হারানো কঠিন। আমরা তেমন দল হয়েছি। ওয়েস্ট ইন্ডিজে ফ্লাট উইকেটেও আমরা লড়াকু ক্রিকেট খেলেছি। আগামীকাল আমরা তেমন কিছু দেখাব, দিনটা কেমন যাবে সেটা আগে থেকে কেইবা জানে?’

বাংলাদেশের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রানের জবাবে ৩ উইকেটে ৫১২ রান তুলেছে শ্রীলঙ্কা। এখনও তারা পিছিয়ে আছে ২৯ রানে। কিন্তু পঞ্চম দিনে সেই রান পার করে কিছু লিড নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পরিকল্পনা আর্থারের।

শ্রীলঙ্কার হেড কোচের কথা, ‘এটা খুব ফ্লাট উইকেট। কিন্তু চাপ জিনিসটা কিন্তু খুব মজার। যদি আমরা তাদের সামনে যথেষ্ট (রান) দিতে পারি। আমরাও যথেষ্ট ওভার হাতে পাই। কে জানে কি ঘটবে!’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫০% ডিভিডেন্ড! ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো বড় সুখবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য... বিস্তারিত