ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আউট হয়ে এভাবে সিঁড়িতে বসে পড়ার আসল কারণ জানালেন আন্দ্রে রাসেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৪ ২৩:০৫:২০
আউট হয়ে এভাবে সিঁড়িতে বসে পড়ার আসল কারণ জানালেন আন্দ্রে রাসেল

২১ বলে অর্ধশতক হাকানো দ্রে রাস ঠিক যখন বিধ্বংসী ভঙ্গিমায় কেকেআরের দিকে ম্যাচ টেনে আনছিলেন, তখনই তাঁর উইকেট উইকেট তুলে দেন কারান। বল বুঝতে না পেরে ২২ বলে ৫৪ রান করে লেগ স্টাম্পের বল ছেড়ে দিয়ে বোল্ড হন তিনি। সাথে সাথেই নিভে যায় কেকেআরের জয়ের টোয়াইলাইট হয়ে নিভু নিভু করা শেষ আলো টুকু।

এমন আউট একেবারেই মেনে নিতে পারেননি বিগ ম্যান। রাসেল মাথা নামিয়ে ওয়াংখেড়ের সিঁড়িতেই বসে পড়েন। আবেগঘন রাসেলকে দেখে ব্যাথিত হন সবাই। যদিও পরে কামিন্সের বিরচিত ইনিংস কিছুটা আশা দেখিয়েছিল কিন্তু হার এড়াতে পারেনি। স্বভাবতই প্রশ্ন এসেছে ওভাবে কেন বসে পড়লেন রাসেল।

কেকেআরের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেল বলেন, “আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি দলকে জেতাতে বদ্ধপরিকর ছিলাম। যতক্ষণ আমি ক্রিজে ছিলাম, ততক্ষণ অবধি সবকিছুই সম্ভব ছিল। ২০ বলে ১০০ রানের দরকার থাকলেও ২০টা ছক্কা হাঁকানো যেতে পারে।

এর আগেও আমি দলকে এমন অবস্থা থেকে ম্যাচ জিতেয়েছি। তবে আমার কাজ অসমাপ্তই রয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম না ওরমভাবে একটা বল ছেড়ে আউট হওয়ার পরে সাজঘরে গিয়ে কীভাবে সতীর্থদের সামনে নিজের মুখ দেখাব। এমন সময়ে আমার আবেগ আমি চেপে রাখতে পারিনি।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫০% ডিভিডেন্ড! ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো বড় সুখবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য... বিস্তারিত