গতকাল রাতে ৪ ওভারে সব থেকে কম রান ও উইকেট দিয়ে চমক দেখালেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের হাই ভোল্টেজ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কলকাতা। টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের মেজাজ অনুযায়ী রান তুলতে পারেনি ইয়ন মর'গানের দল।
বল হাতে মুস্তাফিজ দেখিয়েছেন ক্ষুরধার পারফরম্যান্স। ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন মুস্তাফিজ। একটি চার হজম করলেও সেই ওভারে খরচ করেন ৭ রান। পঞ্চম বলে যশস্বী জাইসওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন শুবমান গিল, কিন্তু সেই ক্যাচ ফসকে যায়।
ষষ্ঠ ওভারে মুস্তাফিজ আবারও বোলিংয়ে আসেন। সেই ওভারে প্রথম উইকে'টের দেখা পায় রাজস্থান। ওভারে মাত্র ২ রান খরচ করেছিলেন। তার আঁটসাঁট বোলিং কাজে লাগিয়ে জস বাটলার রান আউট করেন গিলকে।পরবর্তীতে সুনীল নারাইনের ব্যাট থেকে আসা কঠিন ক্যাচ তালুবন্দী করা জাইসওয়াল মুস্তাফিজের প্রথম ওভারে ক্যাচ না ছাড়লে গিলের উইকে'টের মালিক 'হতেন মুস্তাফিজই।
মুস্তাফিজের সৃষ্টি করা চাপ কাজে লাগিয়ে কলকাতাকে চেপে ধরে রাজস্থান। স্লগ ওভারে বারবার দলের ত্রাতা হয়ে আবির্ভূ'ত হওয়া মুস্তাফিজ নিজের তৃতীয় ওভার করেন ইনিংসের ১৬তম ওভারে।মাত্র ৫ রানের খরচায় সেই ওভারে তিনি শিকার করেন দীনেশ কার্তিককে।
২৪ বলে ২৫ রান করা কার্তিক ক্যাচ তুলে দেন রাহুল ত্রিপাঠির হাতে।৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে মুস্তাফিজ নিজের শেষ ওভারের দায়িত্ব নেন ইনিংসের ১৯তম ওভারে। কলকাতার ততক্ষণে ৭ উইকেট নেই। প্রথম ২ বলে ১ রান খরচ করলেও তৃতীয় বলে চার হাঁকান শিভম মাভি।
পঞ্চম বলে প্যাট কামিন্স ক্যাচ তুলে দেন, তবে ৩ জন ফিল্ডার বলের পেছনে ছুটেও সহজ সেই ক্যাচ কেউ তালুবন্দী করতে পারেননি। এই ওভারে মোট ৯ রান দেন তিনি। ৪ ওভারে ১ উইকেট শিকার করেন ২২ রানের খরচায়। তবে আজ ৪ ওভার বোলিং করা রাজস্থান বোলারদের থেকে সব থেকে কম রান দিয়েছেন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রাহুল ত্রিপাঠি, ২৬ বলের মোকাবেলায়। এছাড়া কার্তিক ২৪ বলে ২৫ ও নিতিশ রানা ২৫ বলে ২২ রান করেন।
সুনীল নারাইন ৭ বল খেলে করেছেন ৬ রান। অধিনায়ক মর'গান কোনো বল মোকাবেলা না করেই রান আউট হন।৪ ওভার বল করে মুস্তাফিজই ছিলেন দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার। যদিও ক্রিস মর'িস উইকেট শিকার করেছেন ৪টি, ২৩ রানের খরচায়
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)