ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লেন শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৫ ১৪:৫৮:৩৯
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লেন শান্ত

বাংলাদেশের করা করা ৫৪১ রানের জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান করে নিজেদের ইনিংস ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা। ফলে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের লিডের নিচে পড়েছে বাংলাদেশ। দিনের ৬৮ ওভার বাকি থাকতে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে ডেকেছে লঙ্কানরা।

ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের করা ইনিংসের পঞ্চম ওভারে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরে যান ১ রান করা সাইফ হাসান। লাকমলের করা পরের ওভারে ইনসাইড এজে বোল্ড হন আগের ইনিংসে ১৬৩ রান করা শান্ত। এবার তিনি আউট হয়েছেন শূন্য রানে।

যার ফলে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও ডাকের নজির স্থাপন করলেন শান্ত। সবশেষ এমনটা করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার কথা মনে করিয়েই প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন শান্ত।

তবে এ দুই উইকেট একদমই থামাতে পারেনি তামিমের উইলোকে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে প্রথম চার মারেন তামিম। তৃতীয় ওভারে মারেন দ্বিতীয়টি। চতুর্থ ওভারে প্রথমবারের মতো ধনঞ্জয় ডি সিলভার হাত ধরে স্পিনার এনেছিল শ্রীলঙ্কা। সেই ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান তামিম। একই ওভারে মারেন বাউন্ডারিও।

ধনঞ্জয়ের পরের ওভারের প্রথম বলে আবার ছক্কা হাঁকিয়ে নিজের কর্তৃত্বের জানান দেন তামিম। অপরপ্রান্তে সাইফ ১ ও শান্ত ০ রানে ফিরে গেলেও, চার নম্বরে নামা অধিনায়ক মুমিনুল হককে নির্ভার রাখার কাজটি সুনিপুণভাবেই করেন তামিম। যার সুবাদে ১৭ ওভারেই দলীয় পঞ্চাশ করে ফেলে বাংলাদেশ।

বিশ্ব ফার্নান্দোর করা ১৭তম ওভারের শুরুতে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৪০ রান, যেখানে তামিমের একার অবদান ছিল ৩৮। সেই ওভারে তিন চার মেরে দল ও নিজের ফিফটি পূরণ করেন তামিম। মাত্র ৫৬ বলে ৭ চার ও ২ ছয়ের মারে ক্যারিয়ারের ৩০তম ফিফটিটি করলেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার দ্বিতীয় ইনিংসেও হাঁকালেন ফিফটি। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে আটবার জোড়া ফিফটি অর্থাৎ দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন তামিম। নিজের অভিষেক ম্যাচের দুই ইনিংসেই ৫৩ ও ৮৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তামিমের সুবাদে বাংলাদেশও রয়েছে খানিক নির্ভার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে বাংলাদেশ দলের স্কোর ২ উইকেটে ৭০ রান। যেখানে তামিমের একার রানই ৬৩, মুমিনুল খেলছেন ৬ রান নিয়ে। তৃতীয় উইকেটে তামিম-মুমিনুলের জুটির সংগ্রহ ৪৩ রান। লঙ্কানদের চেয়ে আরও ৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ১৯৫০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫০% ডিভিডেন্ড! ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো বড় সুখবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য... বিস্তারিত