ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৬,৬,৬,৬,৬,৪ এক ওভারেে বিশ্বে এই প্রথম সর্বচ্চো রান করে বিশ্ব রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৫ ১৮:২৪:৩৯
৬,৬,৬,৬,৬,৪ এক ওভারেে বিশ্বে এই প্রথম সর্বচ্চো রান করে বিশ্ব রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা

১৫৪ থেকে এক ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর এক লাফে পৌঁছে গেল ১৯১ রানে। শেষ ওভারে পাঁচটি ছক্কা এবং একটি চার মারেন রবীন্দ্র জাদেজা । যার নিট ফল দলের রান পৌঁছে যায় ১৯১ রানে।

মনে হয়েছিল খুব বেশি বলে ১৭০ রানে শেষ হতে পারে চেন্নাই সুপার কিংসের স্কোর। কিন্তু শেষ ওভারে জাদেজার ৩৭ রান পুরো চিত্রটাই পাল্টে দিল। প্রথম ৩ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন হার্ষাল প্যাটেল। তবে তাঁর শেষ ওভারে পুষিয়ে নেয় চেন্নাই। বরং বলা ভালো যে রবীন্দ্র জাদেজা শেষ ওভারে কার্যত ঝড় তোলেন ওয়াংখেড়েতে। পরপর ৪টি ছক্কা মারেন জাদেজা, যার মধ্যে তৃতীয় বলটি ছিল নো। সুতরাং, প্রথম ৩ বলে ২৫ রান তোলেন জাদেজা। চতুর্থ বলে তিনি ২ রান নেন। পঞ্চম বল ফের গ্যালারিতে পাঠান জাদেজা। শেষ বলে মারেন ৪। সব মিলিয়ে ৩৭ রান ওঠে ওভারে। চেন্নাই ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে।

৪ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে আরসিবি রয়েছে লিগ টেবিলের এক নম্বরে। ৪ ম্যাচের ৩টি'তে জিতে চেন্নাই রয়েছে দ্বিতীয় স্থানে। পয়েন্ট টেবিলের প্রথম দু'টি দলের উত্তেজক লড়াই এবার ওয়াংখেড়েতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ