ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এইমাত্র শেষ হলো পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৫ ১৯:২৭:২৬
এইমাত্র শেষ হলো পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ, দেখেনিন ফলাফল

হারারের উইকেট জিম্বাবুইয়ানদের কাছে পরিচিত। খুব দেখেশুনেই এগোচ্ছিলেন ওয়েসলে মেধভেরে আর তাদিওয়ানাশে মারুমানি। ৪২ বলে দরকার ৬৫, হাতে ৯ উইকেট। ব্যাটসম্যান মেদভেরে আর মারুমনি বেশ সেটও হয়ে গেছেন। জয়ের পাল্লা তখন ঝুঁকে পড়েছে জিম্বাবুয়ের দিকেই।

এমতাবস্থায় মোহাম্মদ হাসনাইনকে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আনেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর বল হাতে নিয়েই সাফল্য এনে দেন তরুণ পেসার। আউট করেন মারুমনিকে (২৬ বলে ৩৫)।

পরের কাজটা বলতে গেলে একা হাতে সেরেছেন অভিজ্ঞ হাসান আলি। ১৬তম ওভারে এসে দারুণ খেলতে থাকা মেধভেরেকে (৪৭ বলে ৫৯) সাজঘরের পথ দেখান এই পেসার, একই ওভারে ফেরান রেগিস চাকাভাকে (০)। ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে।

শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে শন উইলিয়ামসকে (৭ বলে ৯) আউট করেন হাসান আলি, খরচ করেন মাত্র ৩ রান। শেষ ওভারে লুক জঙ্গি (৪ বলে ৫) আর ধীরগতির ইনিংস খেলে দলকে ডোবানো অধিনায়ক ব্রেন্ডন টেলরের (২২ বলে ২০) তুলে নেন হারিস রউফ।

জয়ের আশা জাগিয়েও তাই আর স্বপ্নপূরণ হয়নি জিম্বাবুয়ের। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল।

৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে হাসান আলি নিয়েছেন ৪ উইকেট। ২টি উইকেট শিকার হারিস রউফের।

এর আগে মোহাম্মদ রিজওয়ানের হার না মানা ৯১ আর বাবর আজমের ৫২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে সফরকারিরা। মোহাম্মদ রিজওয়ান আর শারজিল খান ৩০ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৩৫ রান। ১৫ বলে ১৮ করে শারজিল লুক জঙ্গির বলে ক্যাচ হলে ভাঙে এই জুটি।

এরপর দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে রিজওয়ানের ১২৫ রানের বিশাল জুটি। ইনিংসের ৩ বল বাকি থাকতে জঙ্গিকে লং অন বাউন্ডারিতে তুলে মারতে গিয়ে ক্যাচ হন বাবর। ৪৬ বলে ৫ বাউন্ডারিতে গড়া বাবরের ইনিংসটি ছিল ৫২ রানের।

এর পরের ডেলিভারিতেই ফাখর জামানকে শূন্য রানে ফেরান জঙ্গি। বাবরের মতো লং অনেই রায়ান বার্লের ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে রিজওয়ান অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত।

আর কটা বল পেলে হয়তো সেঞ্চুরিটাও পূরণ করে ফেলতেন পাকিস্তানের এই নতুন ব্যাটিং ভরসা। ৬০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান, যে ইনিংসটি তিনি সাজান ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কায়।

জিম্বাবুইয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লুক জঙ্গি। ৪ ওভারে ৩৭ রান খরচ করলেও মূল্যবান ৩টি উইকেট তুলে নেন এই পেসার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ