কোহলিদের উড়িয়ে দিয়ে শীর্ষে ধোনির চেন্নাই, দেখেনিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

একজন এই সময়ের সেরা, ভারতের অন্যতম সফল অধিনায়ক। আরেকজন ছিলেন তার আগে সেরা। বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির লড়াইটা কেমন জমে, তা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।
দুই দলের অবস্থানও এই আসরে সেরা দুইয়ে। জমজমাট লড়াই হবে, আশা ছিল সবারই। কিন্তু মাঠের ক্রিকেটে দেখা গেল উল্টো চিত্র। একদমই একতরফা ম্যাচ হলো। ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে পাত্তাই পেল না কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলিদের ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি।
লক্ষ্য ১৯২ রানের। শুরুটা বেশ ভালোই ছিল ব্যাঙ্গালুরুর। দেবদূত পাড্ডিকেলের সঙ্গে বিরাট কোহলির ৩ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৪৪ রান, যে জুটিতে বলতে গেলে পুরো অবদানই পাড্ডিকেলের। ৭ বলে ৮ রান করে কোহলি ফিরলে ভাঙে জুটিটি।
এরপর ১৫ বলে ৩৪ রানের ঝড় তুলে দেবদূত শার্দুল ঠাকুরের শিকার হলে হঠাৎ ধস নামে ব্যাঙ্গালুরুর ইনিংসে। একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ২২ রানের ইনিংস খেলে ফেরেন। তারপর ব্যর্থতার পরিচয় দেন এবি ডি ভিলিয়ার্স (৪), ড্যান ক্রিশ্চিয়ান (১)।
৩ উইকেটে ৭৯ থেকে ৯৪ রানে ৮ উইকেট হারিয়ে বসে কোহলির দল। অর্থাৎ ১৫ রানের ব্যবধানে খোয়ায় ৫ ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২২ রানে থামে ব্যাঙ্গালুরু ইনিংস।
রবীন্দ্র জাদেজা ১৩ রান খরচায় নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার করেন ইমরান তাহির।
এর আগে ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন জাদেজা। মূলত তার বিধ্বংসী ব্যাটিংয়েই বড় পুঁজি পেয়ে গিয়েছিল চেন্নাই। ১৯তম ওভার শেষে দলের রান ছিল ৪ উইকেটে ১৫৪। সেখান থেকে শেষ ওভারের তাণ্ডবে চেন্নাইকে ৪ উইকেটে ১৯১ রান এনে দেন জাদেজা।
হার্শাল প্যাটেলের করা ইনিংসের শেষ ওভারে পাঁচ ছক্কাসহ মোট ৩৭ রান নেন জাদেজা। ছয় ছক্কা হলেও তো ৩৬ হওয়ার কথা, ৩৭ কিভাবে? আসলে ওভারের তৃতীয় ডেলিভারিটি 'নো-বল' করেছিলেন হার্শাল।
সেই বলটি ছক্কা তো হাঁকানই, ফ্রি-হিটেও জাদেজা তুলে নেন ছক্কা। প্রথম চার ডেলিভারিতেই ছক্কা, পরেরটিতে দুই, পঞ্চম বলে আবারও ছক্কা ও শেষ বলে বাউন্ডারি হাঁকান এই অলরাউন্ডার।
বিধ্বংসী ইনিংস খেলে ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জাদেজা। ২২১.৪২ স্ট্রাইকরেটের ইনিংসে তার চারের চেয়ে ছক্কা ছিল বেশি (৪ চার, ৫ ছক্কা)।
জাদেজার এমন এক অবিশ্বাস্য ইনিংসের আগে দলের হয়ে ব্যাটিংয়ে অবদান রেখেছেন টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানরাও। ফ্যাফ ডু প্লেসি ৪১ বলে ৫০, রিতুরাজ গাইকঁদ ২৫ বলে ৩৩ আর আম্বাতি রাইডু করেন ৭ বলে ১৪ রান।
ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শেষ ওভারে পাঁচ ছক্কা হজম করা হার্শাল প্যাটেলই। ৫১ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)