ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ম্যাচ ড্র হওয়ার পর তাসকিনকে নিয়ে যা বললেন মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৫ ২২:০৫:১৬
ম্যাচ ড্র হওয়ার পর তাসকিনকে নিয়ে যা বললেন মুমিনুল

তবুও বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেছেন বলে তার উচ্চসিত প্রশংসা করেছেন অধিনায়ক মুমিনুল হক। প্রথমে উইকেট নিয়ে তিনি বলেন, ‘ভালো উইকেট ছিল। বোলারদের তেমন কিছু ছিল না। আমার মনে হয় এটা মেনে নেওয়াই ভাল। ড্র হওয়াটাই ভাল হয়েছে।’

বাংলাদেশ দলের বোলিং নিয়ে মুমিনুল বলেন, ‘বোলিং যদি বলেন। এই উইকেটে বোলারদের যে কিছু ছিল তা বলা কঠিন। বোলাররা চেষ্টা করেছে । উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয় সবাই চেষ্টা করেছে। স্পিনার, পেস বোলার যে যখনই আসছে।’

তাসকিন আহমেদের বোলিং নিয়ে আপ্লুত মুমিনুল। তিনি বলেন, ‘বোলিংয়ে তাসকিন আউটস্ট্যান্ডিং চেষ্টা চালিয়েছে। ও অনেক চেষ্টা করেছে।’

পরক্ষণেই তাসকিনের প্রতি মুগ্ধতাও প্রকাশ পেয়েছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, ‘আমি তাসকিনের বোলিং খুবই উপভোগ করেছি। ওর বোলিং দেখে মনে হচ্ছে না..., আপনারা জানেন কিনা জানি না, এই টেস্ট নিয়ে ও মাত্র ৬টা টেস্ট খেলেছে। তো কোনভাবেই মনে হয়নি ৬টা টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড়।’

তাসকিনের পরিশ্রম নিয়ে মুমিনুল বলেন, ‘আপনারা হয়ত জানেন না, ও গত এক দেড় বছর থেকে অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। আমার মনে হয় এটা কষ্টের ফল। সত্যি কথা বলতে ও অনেক এফোর্ট দিয়েছে। সত্যিকথা বলতে যখন দলের দরকার তখন এসেছে। এই কন্ডিশনে এত লম্বা সময় বল করাও কঠিন। আমি খুবই খুশি ওর পারফরম্যান্সে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ