ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনলো কলকাতা আজকের ম্যাচে কপাল পুরছে যাদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৩:৪৮:০৬
শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনলো কলকাতা আজকের ম্যাচে কপাল পুরছে যাদের

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে কোলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস।আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর টানা পরাজয়ের মধ্যে আছে কোলকাতা নাইট রাইডার্স। নিজেদের ৫ ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে ইয়ন মরগানের দল।

একে তো রান নেই অধিনায়কের ব্যাটে, তার উপর দলের এই অবস্থা তাতে গুঞ্জন উঠেছে দল থেকে অধিনায়ক ছাটাইয়ের। ৫ ম্যাচে ৯ গড়ে মাত্র ৪৫ রান অধিনায়কের। এছাড়াও প্রথম দুই ম্যাচ ভালো করার পর টানা ৩ ম্যাচ ভালো করতে পারেনি নিতিশ রানা। এখন পর্যন্ত প্রত্যাশা পূরনে ব্যর্থ সুবমান গিল। সাকিব আল হাসান একাদশে ফিরবে কিনা সেটাও নিশ্চিত নয়, যদি ফিরে তবে বাদ পরবে সুনিল নারিন যদিও সম্ভবনা কম।

টানা পরাজয়ে ছিল পাঞ্জাব কিংস ও তবে নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্ মুম্বাই ইন্ডিয়ান্স কে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। কোলকাতার বিরুদ্ধে সর্বোচ্চ ৫৪ টি ছয় মেরেছে ক্রিস গেইল, গত ম্যাচেও ভালো করেছিল গেইল। তাই এই ম্যাচে তার দিকে তাকিয়ে থাকবে দল।

এই স্টেডিয়ামে হাই স্কোরিং ও লো স্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। টেস্ট ম্যাচ শেষ হয়েছিল মাত্র ২ দিনে অন্যদিকে ২২৪ রানও হয়েছিল টিটুয়েন্টি তে। তাই অনুমান করা যাচ্ছে না কি হবে আজকের ম্যাচে।

আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ:-

কোলকাতা নাইট রাইডার্স:- নিতিশ রানা, সুবমান গিল, রাহুল ত্রিপাতি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেট কিপার), সাকিব আল হাসান/সুনীল নারিন , প্যাট কামিন্স, শিবম মাভি/হারভাজন সিং, প্রসীদ কৃষ্ণা, ভরুন চক্রবর্তী।

পাঞ্জাব কিংস – কে এল রাহুল (অধিনায়ক, উইকেট কিপার) মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দিপক হুদা, মজেজ হেনরিকস, শাহরুখ খান, ফাবিয়ান অ্যালেন, মোহাম্মদ শামি, রবি বিষ্ণয়, আর্শদ্বিপ সিং।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ