ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ার ২য় টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৪:২৩:৪৭
প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ার ২য় টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

সিরিজের প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন পেসার লাহিরু কুমারা। মূলত তার ইনজুরির কারণেই দুই ক্রিকেটারকে দলে নিয়েছে লংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কুমারা। এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন স্পিনার সান্দাকান। এছাড়া ২০১৯ সালের পর এবারই প্রথম টেস্ট দলে ফিরলেন করুনারত্নে। সেটাই ছিল এই পেসারের একমাত্র টেস্ট। অন্যদিকে সান্দাকান খেলেছেন ১১টি টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্যে শ্রীলংকা স্কোয়াড: দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুণারত্নে, লাকসা সান্দাকান, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানাকা ও প্রবীন জয়াবিক্রমা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ