ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: আইপিএল থেকে নিষিদ্ধ হলেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৫:১৩:২৮
ব্রেকিং নিউজ: আইপিএল থেকে নিষিদ্ধ হলেন কোহলি

টুর্নামেন্টের ১৯তম ম্যাচে এদিন চেন্নাইয়ের সামে নাজেহাল হয় ব্যা'ঙ্গালুরু বোলাররা। শেষ ওভারে হার্শাল প্যাটেলকে ৫ ছক্কা হাঁকিয়ে ৩৭ রান নেনে জাদেজা। এতেই ১৯১ রানের পাহাড় গড়ে চেন্নাই। রানের গতি আট'কাতে বার বার সময় নিয়ে বোলিং ফিল্ডিং পরিকল্পনা করতে গিয়ে ইনিংসের সময় ৯০ মিনিটের বেশি নিয়ে ফেলেন কোহলি।

তাতেই আম্পয়াররা স্লো ওভার রেটের অ'ভিযোগ এনে ১২ লাখ রুপি জরিমানা করেন কোহলিকে। এদিন বিশাল রান তাড়া করতে নেমে মাত্র ৯ উইকে'টে ১২২ রান করতে সক্ষম হয় আরসিবি।

আইপিএলের কোড অব কন্ডাক্টের সর্বনিম্ন ওভার-রেটের নিয়ম ভেঙে চলতি আসরে প্রথম অ'পরাধ করে আরসিবি। যার ফলে কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যদি দ্বিতীয়বার একই অ'পরাধ করেন তবে ২৪ লাখ জরিমানা করা হবে তার একই সাথে দলের অন্যান্য ক্রিকেটারদের ২৫% ম্যাচ ফি কা'টা হবে৷

আর যদি তৃতীয়বার একই ঘটনা এবারের আসরে পুনরাবৃত্তি ঘটে তবে কোহলিকে ৩০ লাখ জরিমানার সাথে ১ ম্যাচ নি'ষি'দ্ধ করবেন আম্পায়াররা। সেই সাথে দলের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০% জরিমানা দিতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ