ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৬ ব্যাটসম্যান ৫ বোলার নিয়ে খেলায় ভারসাম্যতা খুঁজে পেয়েছে অধিনায়ক মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৫:৫৪:০৩
৬ ব্যাটসম্যান ৫ বোলার নিয়ে খেলায় ভারসাম্যতা খুঁজে পেয়েছে অধিনায়ক মুমিনুল

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসের সাথে পাঁচ বোলার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহিকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৫১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যেখানে শান্ত-মুমিনুলের জোড়া সেঞ্চুরির সাথে তামিম-লিটন-মুশফিক হাঁকান ফিফটি। জবাবে লঙ্কানরা ৮ উইকেটে ৬৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। ১০৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ২ উইকেটে ১০০ রান তুলতেই পঞ্চম দিন চা বিরতির পর আলোক স্বল্পতা ও বৃষ্টিতে খেলা মাঠে গড়ায়নি। ড্রয়ে সমাপ্ত হয় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

এক ইনিংস বল করে বাংলাদেশের চার বোলারের পকেটে ৭ উইকেট, উইকেট শূন্য ছিলেন পেসার রাহি। সর্বোচ্চ তিনটি শিকার তাসকিনের, দুইটি নেন তাইজুল, একটি করে এবাদত ও মিরাজ।

৫ বোলার নিয়ে মাঠে নামার সুবিধার কথা জানাতে গিয়ে ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান মুমিনুল বলেন, ‘আমার মনে হয় সুবিধা হয়েছে (পাঁচ বোলার নিয়ে খেলায়)। আবার হালকা একটু ঝুঁকি ছিল কারণ আমরা কোনসময় ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলি না। পাঁচটা বোলার নিয়ে খেলায় কিছুটা লাভ হয়েছে। টেস্টে যা করা উচিত, বড় দলগুলো সব সময় যা করে।’

‘আত্মবিশ্বাস ছিল (পাঁচ বোলার নিয়ে নামায়)। কারণ শ্রীলঙ্কার কন্ডিশনে যদি খেলতে যান আমার মনে হয় পাঁচটা বোলার সব সময় দরকার। কারণ আল্লাহ না করুক আমরা তো অলমোস্ট দুই মাস পরে খেলছি। (বোলার) কেউ ইনজুরিতে পড়লে বিপদে পড়তে হতো।’

টেস্ট ক্রিকেটে ৬ ব্যাটসম্যান ৫ বোলারের কম্বিনেশ প্রতিপক্ষের ২০ উইকেট নিতে সাহায্য করার পাশাপাশি ব্যাটসম্যানদের দায়িত্ব বাড়ায় বলেও মত টাইগার দলপতির, ‘টেস্ট ক্রিকেট যদি সামনের দিকে এগিয়ে নিতে চান মাঝেমধ্যে পাঁচটা বোলার, ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত। আর ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেললে যেটা হয় সবাই একটু দায়িত্ব নিয়ে খেলে যেটা আমার মনে হয়। আর ২০ উইকেট নিতে গেলে ৫ বোলার অবশ্যই দরকার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ