ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৬:০২:৪৪
ব্রেকিং নিউজ: টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। যেখানে তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। এরপর সমান সংখ্যক ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে পরিকল্পনা পরিবর্তনের কারণে নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।

যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুর দিকে বাংলাদেশে আসবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। এরপর সেই মাসেই বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড।

এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হলেও আরও দুটি ম্যাচ অন্তুর্ভুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড তাঁদের অনুসরণ করবে।’

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে সেটির সম্ভবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আকরাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ