ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাঞ্জাবের বিপক্ষে খেলার জন্য কঠোর স্বাস্থ্যবিধি মেনে আহমেদাবাদে সাকিবের কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৬:১৩:০২
পাঞ্জাবের বিপক্ষে খেলার জন্য কঠোর স্বাস্থ্যবিধি মেনে আহমেদাবাদে সাকিবের কলকাতা

শনিবার (২৪ এপ্রিল) রাজস্থান রয়্যালস এবং কলকাতা কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শেষ হয়েছে মুম্বাই পর্ব। এবার শুরু হচ্ছে আহমেদাবাদ পর্ব। অংশ নিতে সেখানে পৌঁছেছেন সাকিব আল হাসান।

করোনা জর্জরিত ভারতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাস্ক-পিপিই ব্যবহার করে মুম্বাই থেকে আহমেদাবাদে পৌঁছেছে মরগান বাহিনী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চারটি ম্যাচ খেলবে কলকাতা।

প্রথম তিন ম্যাচের একটিতে জয় পেয়েছিল কলকাতা। সে ম্যাচগুলোতে খেলেছিলেন সাকিব। পরের দুই ম্যাচে সাকিবকে বসিয়ে সুনীল নারাইনকে খেলালেও জয়ের দেখা পায়নি কলকাতা। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান তাদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ