ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৬:৫৬:৩৮
অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড

মূলত চলতি বছরের অক্টোবর এবং নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

তবে সেটি আপাতত বাতিলের খাতায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। তার পরিবর্তে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। আগামী জুন এবং জুলাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেই দেশে না গিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার আগে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ডের।

তবে সূচিতে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। নিউজিল্যান্ডের আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সেইসাথে অস্ট্রেলিয়া সিরিজে বাড়তে পারে আরও দুইটি ম্যাচ। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম খান বলেন, “আগামী জুলাই শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ঠিক এর পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ