ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশসহ বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কা, আয়ার‌ল্যান্ড ও স্কটল্যান্ডকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ১৭:০৪:০৮
বাংলাদেশসহ বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কা, আয়ার‌ল্যান্ড ও স্কটল্যান্ডকে

বাকি এক দল বাছাই পর্ব খেলে জায়গা করে নেবে। সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এই সাত দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলগুলো হলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

আইসিসির নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ছয় দল জায়গা পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। সেই নিয়ম অনুযায়ী, নিজেদের জায়গা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। আর স্বাগতিক দেশ হিসেবে থাকছে ইংল্যান্ড।

এদিকে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার জন্য বাছাই পর্ব খেলতে হবে সালমা জাহানারাদের। এখন পর্যন্ত বাছাই পর্বের সূচি প্রকাশ না করলেও আগামী ৩১ জুলাই থেকে শুরু হতে পারে বাছাই পর্বের লড়াই।

যেখানে বাংলাদেশ ছাড়াও বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কা, আয়ার‌ল্যান্ড ও স্কটল্যান্ডের নারীদের। ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে অষ্টম দল চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২৮ জুলাই। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগষ্ট।

এই নিয়ে মোট দু'বার কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। ১৯৯৮ সালে প্রথমবার গেমসে ক্রিকেট জায়গা করে নিয়েছিল। কুয়ালালামপুরে হয়েছিল সেবার প্রতিযোগিতা। পুরুষদের সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ