ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: অন্য দলের বিদেশি ক্রিকেটারকে ধার চাচ্ছে মুস্তাফিজের রাজস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ২১:৩৮:৪৫
ব্রেকিং নিউজ: অন্য দলের বিদেশি ক্রিকেটারকে ধার চাচ্ছে মুস্তাফিজের রাজস্থান

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, রাজস্থান শিবিরে মাত্র ৪ জন বিদেশি ক্রিকেটার অবশিষ্ট রয়েছে। মুস্তাফিজুর রহমান, জস বাটলার, ক্রিস মরিস এবং ডেভিড মিলারদের যে কেউ ইঞ্জুরিতে পড়লে তিন বিদেশি নিয়েই মাঠে নামতে হবে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের।

আঙ্গুলের চোটে কারণে এবারের আসরে অংশই নিতে পারেননি গতবারের টুর্নামেন্ট সেরা ইংলিশ পেসার জোফরা আর্চার। আসরে রাজস্থানের প্রথম ম্যাচেই ডান হাতের আঙ্গুলে চোটে পেয়ে দেশে ফিরেছেন আরেক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও।

জৈব সুরক্ষা বলয়ে আর থাকতে না পেরে বাড়ির উদ্দেশ্যে ব্যাগ গুছিয়েছেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। আর সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। এমন অবস্থায় আইপিএলের অন্য দলগুলোর কাছে ক্রিকেটার ধার চাচ্ছে ফ্যাঞ্জাইজিটি।

আইপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন মধ্যবর্তী সময়ে ফ্যাঞ্জাইজি গুলো অন্য দল থেকে ক্রিকেটার ধার নিতে পারে। আসরের ২০তম ম্যাচের পরের দিন সকাল ৯টা থেকে সেই ‘লোন উইন্ডো’ শুরু হয়ে থাকে, যা শেষ হয় লীগ পর্বের ৫৬তম ম্যাচের দিন দুপুরে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইতিমধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের কাছে বিদেশি ক্রিকেটারের জন্য আবেদন জানিয়েছে রাজস্থান রাজস্থান রয়্যালস।

উল্লেখ্য এখন পর্যন্ত খেলা আসরের ৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মুস্তাফিজদের রাজস্থান রয়্যালস। দিল্লীতে আগামী বুধবার নিজেদের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ