ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বেরিয়ে এলো আসল সত্য গতকাল টয়লেটে আটকা পড়ে সুপার ওভারে নামা হয়নি বেয়ারস্টোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ২১:৪৩:২৬
বেরিয়ে এলো আসল সত্য গতকাল টয়লেটে আটকা পড়ে সুপার ওভারে নামা হয়নি বেয়ারস্টোর

এবার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে নিয়ে করেছেন মজার মন্তব্য। বিদ্রুপ করেছেন সুপার ওভারে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে না নামানো নিয়ে। সমালোচনা করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের সিদ্ধান্তের বিপক্ষে।

রোমহর্ষক ম্যাচে সানরাইজার্সকে সুপার ওভারে হারিয়ে লিগ পয়েন্ট টেবিলে দুই নাম্বারে ওঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে সানরাইজার্সকে ১৬০ রানের লক্ষ্য দেন পান্তের দল। নির্ধারিত বিশ ওভারে ম্যাচ টাই হওয়ার পর, সুপার ওভারে জয় নিশ্চিত করে দিল্লি।

এই ম্যাচে ব্যাট হাতে দলের সর্বাধিক ৬৬ রান করেছেন কেন উইলিয়ামসন। তবে স্ট্রাইক রেট ততটা মানানসই ছিল না। আর টুর্নামেন্ট জুড়েই ততটা ফর্মে নেই ডেভিড ওয়ার্নার। তবুও এই দুজনকেই সুপার ওভারে নামিয়ে দেয়া হয়। অথচ সবাইকে অবাক করে ওই ম্যাচে ১৮ বলে ৩৮ রানের টর্নেডো ইনিংস খেলা বেয়ারস্টোকে বসিয়ে রাখা হয়।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই আপন ভঙ্গিমায় সানরাইজার্স কতৃপক্ষকে ধুয়ে দিয়েছেন ভিরু। ভারতের প্রাক্তন ওপেনার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “যদি বেয়ারস্টো টয়লেটে আটকে পড়ে না থাকেন, তাহলে সানরাইজার্সের এই সিদ্ধান্তে আমি খুবই বিস্মিত।”

শেবাগ আরও লিখেছেন, “মূল ইনিংসে ও ১৮ বলে ৩৮ রান করেছেন। তাছাড়াও দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় শট খেলতে পটু বেয়ারস্টো। সানরাইজার্স ভালো লড়াই করলেও, এই অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়ে হারের জন্য তাঁরা নিজেরাই দায়ী।”

মুহুর্তেই শেবাগের মন্তব্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে কেন উইলিয়ামসনের অন্তর্ভুক্তি বাড়িয়েছে ব্যাটিং লাইনের নির্ভরতা। কিন্তু ফল পরিবর্তন করতে পারেনি। ৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে হায়দ্রাবাদের দলটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ