ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ : বন্ধ হতে যাচ্ছে আইপিএল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৬ ২২:৪৪:৩৩
ব্রেকিং নিউজ : বন্ধ হতে যাচ্ছে আইপিএল

করোনার এই সংক্রমণের মধ্যে ক্রিকেটার কোচ এবং টিম ম্যানেজমেন্টের শারীরিক নিরাপত্তার কথা চিন্তা করেই আইপিএল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

ক্রিকেটে ইতিহাসে দ্রুত গতিতে বল করার ইতিহাস গড়া সাবেক এই তারকা পেসার বলেন, সারা বিশ্বে এখন মহামারী চলছে। এর মধ্যে আইপিএল আয়োজন খুবই ঝুকিপূর্ণ। আইপিএলের জন্য এটা সঠিক সময় নয়। আইপিএলে অর্থ সাধারণ মানুষকে দিয়ে দিন। অক্সিজেন ট্যাঙ্ক কিনুন।

তাতে জীবন বাঁচবে।আমার মতে এমন কঠিন পরিস্থিতে পিএসএল শুরু করা ঠিক নয়।নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার আরও বলেন, জুন মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু করার কথা রয়েছে। আমার মতে এমন পরিস্থিতে পিএসএল আয়োজন করা উচিত নয়।

শোয়েব আখতারের আগে গত শনিবার করোনার মধ্যে আইপিএল আয়োজন উচিত কিনা প্রশ্ন তুলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা-আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। মারা গেছেন ২ হাজার ৮১২ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ