ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গতকালকে ম্যাচ জয়ের পাশাপাশি দারুন সুখবর পেলেন কলকাতার অধিনায়ক মরগান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ১২:২৯:০০
গতকালকে ম্যাচ জয়ের পাশাপাশি দারুন সুখবর পেলেন কলকাতার অধিনায়ক মরগান

কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জয় উপহার দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক ইয়ন মরগান।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ২১তম এবং কেকেআরের ষষ্ঠ ম্যাচে ক্রিস গেইল-লোকেশ রাহুলদের পাঞ্জাব কিংসকে ১২৩ রানে গুঁড়িয়ে দিয়ে ২০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় কেকেআর।

দলের জয়ে ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪০ বলে ৪টি চার ও দুই ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন মরগান।

এই রান করার মধ্য দিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক সবমিলে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩০১তম ইনিংস খেলে ৭ হাজার ৪ রান করেন মরগান।

এদিন খেলতে নামার আগে ৩১৭ ম্যাচে ৩০০ ইনিংস খেলে ৬ হাজার ৯৫৭ রান করেন মরগান। সাত হাজারি ক্লাবের সদস্য হতে এই ইংলিশ অধিনায়কের প্রয়োজন ছিল মাত্র ৪৩ রান। এদিন ৪৭ রান করে সেই মাইলফলক স্পর্শ করেন মরগান।

টি-টোয়েন্টিতে রেকর্ড ১৩ হাজার ৮৩৯ রান করেন ক্রিস গেইল। ১০ হাজার ৬৯৪ রান করে দ্বিতীয় পজিশনে কায়রন পোলার্ড। ১০ হাজার ৪৮৮ রান করে তৃতীয় পজিশনে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ