ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ১২:৪৮:০৭
৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

ভারতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের ভেন্যুও চূড়ান্ত করেছে বিসিসিআই। বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে কাজ করছে স্বাগতিক ভারত।

মেগা ইভেন্টের আগে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে বেশ কয়েকটি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিলো বিসিবি’র। বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দলগুলোর।

আগামী জুনে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। এরপর দেশে ফিরেই শুরু হবে ব্যস্ততা। আগের সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে প্রথম দল হিসেবে বাংলাদেশে আসার কথা ছিলো, নিউজিল্যান্ডের। আর অস্ট্রেলিয়ার অক্টোবরে। তবে সেই পরিকল্পনায় এসেছে কিছুটা পরিবর্তন।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, নিউজিল্যান্ড আসছে, ইংল্যান্ডও আসছে। আবার অস্ট্রেলিয়াও আসছে জুলাইয়ের শেষে। ওরা আসলে মিনিমাম ৩টা এবং ম্যাক্সিমাম ৫টা টি-২০ খেলার কথা রয়েছে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজনের কথাও শোনা গিয়েছিলো। তবে সেই পরিকল্পনা থেকে সড়ে এসেছে বোর্ড। সেপ্টেম্বরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ