ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অবশেষে প্রাণ ফিরলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ১৫:৩৫:০৯
অবশেষে প্রাণ ফিরলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে

দীর্ঘ ধরে সমস্যা চললেও নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয় দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী নাথি এমথেনথেওয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার স্বীকৃতি কেড়ে নেওয়ার ঘোষণা দিলে, তিনি কোন রাগ ঢাক না রেখেই জানিয়ে দেন খবরটি। সেটাও আগামী শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানান এমথেনথেওয়া, আর এমনটা হলে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতো দক্ষিণ আফ্রিকা।

তবে আপাতত সেই শঙ্কা কেটেছে, বিবাদমান দুই পক্ষ সমঝোতা করতে রাজি হয়েছে। মূলত, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দুই পক্ষ হলো মেম্বার্স কাউন্সিল ও অন্তর্বর্তীকালীন বোর্ড। দুই পক্ষই সংকট এড়িয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মেমোরান্ডাম অব ইনকরপোরেশন (এমওআই) ঠিক করবে। যেটা ঠিক করে দিবে সংগঠনের সাথে জড়িত প্রতিটি পক্ষের অধিকার, দায় ও দায়িত্ব কেমন হবে।

সদস্য কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি রিহান রিচার্ডস বলেন, “আজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ঐতিহাসিক দিন, আমরা নতুন একটি প্রশাসন কাঠামোর অংশ হতে যাচ্ছি। আমরা যা ভালোবাসি, তার সঠিক একটা প্রশাসন নিশ্চিত করতে আমাদের ভূমিকা পালনের আশা করছি।

আমি আমার কাউন্সিল সদস্যের কাছে কৃতজ্ঞ, আমরা এমন একটি বিষয়কে এড়িয়ে যেতে সক্ষম হয়েছি যা আমাদের ক্রিকেটকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলতে পারে।” এর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সংকট ও দুই পক্ষের অনড় নীতির কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় জাতীয় দলের ৩ অধিনায়ক সমস্যা সমাধানের আকুতি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ