ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মুস্তাফিজকে সরাসরি সেরার খেতাব দিলেন সৌরাভ গাঙ্গুলী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ১৭:১০:১৪
মুস্তাফিজকে সরাসরি সেরার খেতাব দিলেন সৌরাভ গাঙ্গুলী

কিন্ত চলতি আইপিএলের শুরু থেকেই রাজস্থান রয়েলসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন কা'টার মাস্টার মোস্তাফিজ।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে দুর্দান্ত বোলিং করছেন কা'টার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন বাংলাদেশের সেরা এই ফাস্ট বোলার। এখন পর্যন্ত রাজস্থান রয়েলসের হয়ে পাঁচ ম্যাচের মধ্যে চার উইকেট নিয়েছেন তিনি।

তবে উইকেট কম পেলেও পাঁচ ম্যাচের মধ্যে অনেকগু'লো সুযোগ হাতছাড়া হয়েছে মোস্তাফিজুর রহমানের। শুধু তাই নয় পুরো টুর্ণামেন্টে জুড়ে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে মুস্তাফিজের। এবারের আইপিএলে মুস্তাফিজ সম্পর্কে দাদা সৌরভ গাঙ্গুলী যা বললেন তা হুবহু তুলে ধ’রা হল।

ছেলেটা দারুন বল করে কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন।আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে।কারন প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোচা মেরে চার হচ্ছে,ক্যাচ মিস হচ্ছে,এক রানের জায়গায় দুই রান হচ্ছে।

কিন্তু ঠিক জায়গামতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা 'হতো না।ঐদিক দিয়ে ছেলেটার উন্নতি করতে হবে।তাই সেই মোতাবেক একজন সেইরকম কোচ থাকতে হবে। ও একজন ভালো লেভেলের বোলার। আশা করি সে ভবি'ষ্যতে আরো উন্নতি করবে।❞ সৌরভ গা'ঙ্গু'লী

মোস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। শুধু কলকাতার বিপক্ষে নয় আগে কয়েকটি ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছে সে। তার করা স্লোয়ার আমা'র কাছে অসাধারণ লাগে। আমা'র মনে হয় এবারের আসরে উইকেট সংগ্রহের তালিকায় সেরাদের তালিকায় থাকবেন মোস্তাফিজুর রহমান”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ