ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৩ ম্যাচ করে খেলা সাকিব ও নারাইনের মধ্যে পার্থক্য দেখেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ২০:৩৯:০১
৩ ম্যাচ করে খেলা সাকিব ও নারাইনের মধ্যে পার্থক্য দেখেনিন

কিন্তু তিন ম্যাচের পর কলকাতার প্রধান কোচ ব্রান্ডন ম্যাককুলাম জানান যে সুনিল নারাইন শত ভাগ ফিট না থাকার কারণে একাদশে খেলেছে সাকিব আল হাসান। নারাইন ফিট হলে কলকাতার একাদশে তাকে দেখা যাবে। আইপিএলের ১৪ তম আসরে কলকাতার কোনো ক্রিকেটারই ভাল পারফর্ম করতে পারেনি।

সেই কাতারের বাহিরে ছিল না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। শুধু সাকিব নয় বিদেশী ক্রিকেটারের মধ্যে কেউই নেই ফর্মে। কলকাতার ব্যাটিং দানব আন্দ্রে রাসেলও এক ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই রান পাননি। ইয়ন মরগানও তার ব্যতিক্রম নয়। এখন আসা যাক সাকিব আল হাসান ও সুনিল নারাইনের পারফর্ম্যান্সের তুলানামূলক পরিসংখ্যানে।

সাকিব কলকাতার হয়ে আইপিএল ১৪ তম আসরে এখন পর্যন্ত খেলেছে তিনটি ম্যাচ। আর এই তিন ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৩৮ রান এবং বল হাতে ১০ ওভার করে ২ উইকেট সাথে দিয়েছেন ৮১ রান।অন্যদিকে সুনিল নারাইন কলকাতার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩ ম্যাচ।

তিন ম্যাচে ব্যাট হাতে করেছে ১০ রান এবং বল হাতে ১২ ওভার করে ৩ উইকেটের সাথে দিয়েছে ৭৬ রান। সাকিবের থেকে বল হাতে নারিন কিছুটা সফল হলেও ব্যাট হাতে সাকিবের থেকে অনেক পিছিয়ে আছে।ব্যাট হাতে নারিনকে সাকিবের থেকে অনেক পিছিয়ে রাখার সব থেকে বড় কারণ হলো নারিন কলকাতা থেকে ব্যাটিংয়ের ক্ষেত্রে যে সাপোর্ট পেয়েছে তা সাকিব পায়নি।

সাকিবকে কলকাতায় নামা হয়েছে মিডেল অর্ডারেরও পরে যেখানে নারিনকে কলকাতায় চার নাম্বার পজিশনে খেলানো হচ্ছে। সাকিব সব সময় ৩ নাম্বার পজিশনে ব্যাটিং করে ভালফল পেয়েছে। সেখানে তাকে যদি ৭ বা ৮ নাম্বার পজিশনে নামানো হয় তাহলে তার কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ