ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: মরগান নয় কলকাতার অধিনাকত্ব করছেন যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ২১:৫৭:৩৩
ব্রেকিং নিউজ: মরগান নয় কলকাতার অধিনাকত্ব করছেন যিনি

তবে শেষ পর্যন্ত এক দিক আগলে রেখে চার ম্যাচ পরে দলের জয় নিশ্চিত করলেন অধিনায়ক মর্গ্যান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে তাঁর সঙ্গে রাহুল ত্রিপাঠির ৬৬ রানের জুটি ম্যাচের রং বদলে দিল। ফলে মরণ বাঁচন ম্যাচে ৫ উইকেটে কে এল রাহুলের পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে যেন ফের শ্বাস ফিরে পেল কলকাতা।

মাঠের দায়িত্বে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান। তবুও প্ল্যাকার্ড ব্যবহার করে বাইরে থেকে কোডের মাধ্যমে মাঠে পাঠানো হচ্ছে নির্দেশনা। কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের এই কৌশলে বিরক্ত বিরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ওপেনারের মতে, এমন হলে যে কেউই করতে পারে অধিনায়কত্ব।

পাঞ্জাব কিংসের বিপক্ষে সোমবার কলকাতার ম্যাচে এই ঘটনা দেখা যায়। দলের ফিল্ডিংয়ের সময় ডাগআউটে একটি টেবিলে ‘৫৪’ লেখা একটি প্ল্যাকার্ড রাখেন কলকাতার অ্যানালিস্ট ন্যাথান লেমন। এই কোডের মাধ্যমে অধিনায়ক মর্গ্যানকে কোনো একটা বার্তা দিচ্ছিলেন তিনি।

এমন কৌশলের বিরুদ্ধে নন শেবাগ। তবে এতে নেতৃত্বে মর্গ্যানের যে সহজাত প্রবৃত্তি, সেটার ভূমিকা থাকছে না বলে ক্রিকবাজের একটি আয়োজনে বলেছেন তিনি।

“আমরা সেনাবাহিনীতে কেবল এই ধরনের কোড শব্দ ব্যবহার করতে দেখি। মনে হয়, ‘৫৪’ তাদের পরিকল্পনার একটি নাম, যেটা হতে পারে নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট একজন বোলারকে বোলিং দেওয়া। এটা সামান্য সাহায্য, যেটা ম্যানেজমেন্ট ও কোচরা ডাগআউট থেকে অধিনায়ককে করতে চায়। এটার বিরোধিতা করার কিছু নেই।”

“তবে তারা যদি খেলাটিকে বাইরে থেকে এভাবে নিয়ন্ত্রন করে, তাহলে যে কেউই অধিনায়ক হতে পারে, তাই না? যে ক্রিকেটীয় সহজাত শক্তিতে মর্গ্যান বিশ্বকাপ জিতেছিল, এখানে সেই ক্ষমতার অধিকারী মর্গ্যানের কোনো ভূমিকা থাকল না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ