ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সদ্য পাওয়া খবর :সাকিব মোস্তাফিজদের বাড়ি ফেরা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ২২:৩২:১৫
সদ্য পাওয়া খবর :সাকিব মোস্তাফিজদের বাড়ি ফেরা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো ভারত

যার কারণে আইপিএল ছাড়তে চাচ্ছে বিদেশি ক্রিকেটাররা। এরই মধ্যে আইপিএলে ছেড়েছেন তিন অস্ট্রেলিয়ান- অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। রাজস্থান রয়্যালস পেসার টাই অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ হওয়ার উদ্বেগে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার কথা বললেও জাম্পা ও রিচার্ডসন ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন।

তবে বিসিসিআই জানিয়েছে নিরাপদে সাকিব- মোস্তাফিজ কিংবা ওয়ার্নারদের বাড়ি পৌঁছায় দিবে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায়, “উদ্বেগের কোনো কারণ নেই। আইপিএল শেষে বিদেশি সব ক্রিকেটারকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করা হচ্ছে।

বিসিসিআই’র প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন জানান, আমরা বুঝতে পারছি, টুর্নামেন্ট শেষে আপনাদের বাড়ি ফেরা নিয়ে চিন্তা আছে। আমরা আপনাদের আশ্বস্ত করছি এটা নিয়ে চিন্তার কিছু নেই। নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে বিসিসিআই সব ব্যবস্থা করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ