ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাত্র পাওয়া খবর: পাকিস্তান সুপার লিগের নতুন নিলামে দল পেল ৩ বাংলাদেশী ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৭ ২২:৫৫:৩৭
মাত্র পাওয়া খবর: পাকিস্তান সুপার লিগের নতুন নিলামে দল পেল ৩ বাংলাদেশী ক্রিকেটার

গেল ৪ মার্চ এবারের পিএসএল মাঝপথেই স্থগিত ঘোষণা করা হয়। মূলত ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে একাধিক সদস্য করোনায় সংক্রমিত হলে ২০ ম্যাচ বাকি রেখেই হুট করে স্থগিত ঘোষণা করা হয় টুর্নামেন্টটি।

টুর্নামেন্টটির বাকি অংশের আগে বাধ্য হয়েই রিপ্লেসমেন্ট ড্রাফটের আয়োজন করতে হয়েছে। কারণ ৯ জুন থেকে শুরু হতে যাওয়া ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট ও চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের কারণে থাকবেন না কোন ইংলিশ ক্রিকেটার।

ড্রাফটে থাকা একাধিক বাংলাদেশি দল পেয়েছেন।

দল পেয়েছেন যারাঃপেশোয়ার জালমি- ফ্যাবিয়ান অ্যালেন, রবম্যান পাওয়েল, ফিদেল এডওয়ার্ডস

করাচি কিংস- মার্টিন গাপটিল, নাজিব উল্লাহ জাদরান, থিসারা পেরেরা, লিটন দাস

মুলতান সুলতান- মাহমুদউল্লাহ রিয়াদ, রহমানউল্লাহ গুরবাজ, জর্জ লিন্ডে, ওবেয় ম্যাকয়

লাহোর কালান্দার্স- সাকিব আল হাসান, জেমস ফকনার, জো বার্নস, কালাম ফার্গুসন, সেকুগে প্রসন্ন

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স- আন্দ্রে রাসেল

ইসলামাবাদ ইউনাইটেড- উসমান খাজা, ইয়ানেমান মালান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ