ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সাকিব-মাহমুদউল্লাহদের ম্যাচের সূচি প্রকাশ করলো পিএসএল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ১০:২১:৫২
সাকিব-মাহমুদউল্লাহদের ম্যাচের সূচি প্রকাশ করলো পিএসএল

পাকিস্তান সুপার লিগের রিপ্লেসমেন্ট প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। সাকিব লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানসে এবং লিটন খেলবেন করাচি কিংসের হয়ে।

গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হয়েছিল পিএসএলের ষষ্ঠ আসর। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৪টি ম্যাচ হওয়ার পর ৪ মার্চ স্থগিত করা হয় এ টুর্নামেন্ট। পরে ঠিক করা হয়, করাচিতে আগামী ১ জুন থেকে হবে আসরের বাকি ২০টি ম্যাচ।

পিএসএলের এই দ্বিতীয় পর্বে যেসব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম অফিসিয়ালরা খেলবেন, তাদের সবাইকে করাচিতে একটি হোটেলের আলাদা আলাদা কক্ষে সাতদিনের কঠোর কোয়ারেন্টাইন করতে হবে। যা শুরু হবে ২২ মে থেকে। পরে তিনদিনের অনুশীলন করে মাঠে নামবেন তারা।

তবে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য রয়েছে একটি বাঁধা! জুনে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। যেখানে স্বাভাবিকভাবেই দলে থাকার কথা সাকিব, মাহমুদউল্লাহ, লিটনদের। তাই পিএসএলের কয়টি ম্যাচ খেলতে পারবেন তারা, তা নিয়ে একটা সংশয় থেকেই যায়।

যদি পিএসএল খেলতে যাওয়ার অনুমতি পান বাংলাদেশের তিন খেলোয়াড়, তাহলে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে সাকিবকে। আগামী ১ জুন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে সাকিবের লাহোর কালান্দার্স। প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ বাকি রয়েছে লাহোরের।

এছাড়া ৫টি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে লিটন ও মাহমুদউল্লাহর সামনে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে করাচি কিংস। লাহোরের অবস্থান চতুর্থ। তবে করাচির সমান ৬ পয়েন্টই রয়েছে তাদের। পাঁচ নম্বরে রয়েছে পাঁচ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া মুলতান।

দেখে নেয়া যাক লাহোর, করাচি ও মুলতানের ম্যাচগুলোর সূচি

লাহোর কালান্দার্স

১ জুন - লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)৪ জুন - পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)৭ জুন - কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)৯ জুন - ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)১২ জুন - করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)১৪ জুন - মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)

করাচি কিংস

২ জুন - মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)৫ জুন - ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (সন্ধ্যা ৬টা)৬ জুন - পেশোয়ার জালমি বনাম করাচি কিংস (রাত ৯টা)১০ জুন - কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস (রাত ৯টা)১২ জুন - করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)

মুলতান সুলতানস

২ জুন - মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)৫ জুন - মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস (রাত ১১টা)৮ জুন - মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি (রাত ৯টা)১১ জুন - মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)১৪ জুন - মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ