ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নিলাম শেষে দেখেনিন পিএসএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ১০:৩৬:৫৭
নিলাম শেষে দেখেনিন পিএসএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

পাকিস্তান সুপার লিগের চলমান আসরে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট। আসর শুরুর আগে এক দফা প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। তবে করোনার কারনে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের কারনে পিএসএলে বিদেশি ক্রিকেটারের ঘাটতি দেখা দিতে যাচ্ছে। ফলে নতুন করে ১৩২ জন বিদেশি ক্রিকেটার নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ থেকেও দল পেয়েছন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং লিটন দাস।

প্লেয়ার্স ড্রাফট শেষে দেখে নেয়া যাক পিএসএলের দলগুলোর চূড়ান্ত স্কোয়াড

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ ক্রিস গেইল, উসমান খান, সাইম আইয়ুব, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, বেন কাটিং, মোহাম্মদ নাওয়াজ, শরফরাজ আহমেদ, আজম খান, টম ব্যান্টন, নাসিম শাহ, জাহিদ মোহাম্মদ, আনোয়ার আলি, ওসমান শেনওয়ারি, কাইস আহমেদ, ডেল স্টেইন, আব্দুল নাসির, আরিশ আলি খান এবং আন্দ্রে রাসেল।

করাচি কিংসঃ বাবর আজম, কলিন ইনগ্রাম, শারজিল খান, জিশান মালিক, কাশিম আকরাম, ইমাদ ওয়াশিম, মোহাম্মদ নবী, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, দানিশ আজিজ, চ্যাডউইক ওয়াল্টন, জো ক্লার্ক, মোহাম্মদ আমির, আমির ইয়ামিন, ওয়াকাস মাকসুদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ ইলিয়াস, নুর আহমেদ, মার্টিন গাপটিল, নজিবউল্লাহ জাদরান, থিসারা পেরেরা অ লিটন দাস।

লাহোর কালান্দার্সঃ ফখর জামান, মোহাম্মদ ফাইজান, মোহাম্মদ জাহিদ আলম, সোহাইল আকতার, মোহাম্মদ হাফিজ, জো ডেনলি, ডেভিড ওয়াইজ, টম অ্যাবল, সামিত প্যাটেল, আঘা সালমান, বেন ডানক, জিশান আশরাফ, রশিদ খান, শাহিল আফ্রিদি, হারিস রউফ, দিলবার হোসাইন, মাজ খান, আহমেদ ড্যানিয়েল, জেমস ফকনার, জো বার্ন্স, সিকুগে প্রসন্ন, কালাম ফার্গুসন এবং সাকিব আল হাসান।

পেশোয়ার জালমিঃ ডেভিড মিলার, হায়দার আলি, ইমাম উল হক, টম কহেলর, শোয়েব মালিক, শফার্নি র‍্যাদাফোর্ড, রবি বোপারা, আহমেদ বাট, উমাইদ আসিফ, মোহাম্মদ ইমরান, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, মুজিব উর রহমান, সাকিব মাহমুদ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমির খান, আবরার আহমেদ, মোহাম্মদ ইমরান, ওয়াকার সালামখেইল, ফ্যাবিয়ান অ্যালেন, রভম্যান পাওয়েল, ফিডেল অ্যাডওয়ার্ডস।

ইসলামাবাদ ইউনাইটেডঃ অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, আসিফ আলি, হোসাইন তালাত, ইফতিখার আহমেদ, পল স্টার্লিং, সাদাব খান, লুইস গ্রেগপ্রি, আহিম আশরাফ, আকিফ জাভেদ, মোহাম্মদ ওয়াশিম, রোহাইল নাজির, হাসান আলি, মোহাম্মদ মুসা, জাফর গোহার, আহম্মেদ শফি আব্দুল্লাহ, আলি খান, ফাওয়াদ আহমেদ, জিশান জামির, উসমান খাজা, জানেমন মালান।

মুলতান সুলতান্সঃ রাইলি রুশো, খুশদিল শাহ,জেমস ভিন্স, ক্রিস লিন, শোয়াইব মাকসুদ অ্যাদাম লিথ, শান মাসুদ, ওসমান কাদির, শহিদ আফ্রিদি, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ রিজওয়ান, সোহেল তানভীর, ইমরান তাহির, সোহাইল খান, সোহাইবউল্লাহ, শাহনেওয়াজ ধানি, ইমরান খান, মোহাম্মদ উমর, রহমতুল্লাহ গুরবাজ, জর্জ লিন্ডে, ওবে ম্যাকয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ