ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অবশেষে মুস্তাফিজের বোলিং দেখে সবাইকে অবাক করে যা বললেন সৌরভ গাঙ্গুলী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ১১:২০:০৮
অবশেষে মুস্তাফিজের বোলিং দেখে সবাইকে অবাক করে যা বললেন সৌরভ গাঙ্গুলী

রাজস্থান রয়েলসের হয়ে এ পর্যন্ত সব গুলো ম্যাচই তিনি খেলেছেন। রাজস্থানের হয়ে এখন পর্যন্ত পাচ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। তবে উইকেটের সুযোগ পেয়ে ছিলেন অনেক।

তার দূর্ভাগ্যের জন্য প্রতি ম্যাচেই এক বা দুই উইকেট বঞ্চিত হতে হয়েছে। বোলিং করেছেন তীক্ষ্ণতার সাথে। কিন্তু তার বোলে খুচা বা ফিল্ডীং মিসের কারণে রান পেয়েছে ব্যাটসম্যানরা।তার বোলিং দেখে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী করেছিলেন অনেক প্রশংসা। দাদা মনে করেন মুস্তাফিজের একজন প্রাইভেট কোচ প্রয়োজন।

তার ভাষ্যমতে, ❝ছেলেটা দারুন বল করে কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন। আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে।কারন প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে।

কিন্তু ঠিক জায়গামতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। ঐদিক দিয়ে ছেলেটার উন্নতি করতে হবে। তাই সেই মোতাবেক একজন সেইরকম কোচ থাকতে হবে। ও একজন ভালো লেভেলের বোলার। আশা করি সে ভবিষ্যতে আরো উন্নতি করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ