ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

একাদশে থাকছেন সাইফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ১৬:৩৭:৩৩
একাদশে থাকছেন সাইফ

নিজের সর্বশেষ ম্যাচে অর্ধশতক হাঁকিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ হয়নি সাদমান ইসলামের। প্রথম টেস্ট চলাকালে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, হালকা চোটের কারণে সাদমানকে একাদশে নেওয়া হয়নি। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখে তাই বেছে নেওয়া হয়েছে সাইফকে।

দ্বিতীয় টেস্টের আগেও ডমিঙ্গো জানালেন, সাইফই থাকছেন এই ম্যাচের ওপেনিং জুটিতে তামিম ইকবালের সঙ্গী। ব্যাটসম্যানদের দাপটের ম্যাচে উভয় ইনিংসে ভুলে যাওয়ার মত পারফরম্যান্সের পরও ফের বিবেচনা করা হচ্ছে ইমার্জিং দলের হয়ে সাইফের সাম্প্রতিক পারফরম্যান্সও। এছাড়া এখনও টিম ম্যানেজমেন্ট ভাবছে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের বিষয়টি।

ডমিঙ্গো বলেন, ‘সাইফ আরেকটি সুযোগ পাচ্ছে। টেস্টে ব্যাটিং উদ্বোধন মোটেও সহজ কাজ নয়। কারও কারও এখানে খাপ খাওয়াতে একটু সময় লাগে। তাই কাল সাইফকে আরেকটি সুযোগ দেওয়া হবে। ওপেনিং জুটিতে ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের জন্যও ভালো হবে। হ্যাঁ, সাইফ খেলবে।’

প্রথম ম্যাচে বোলারদের জন্য কোনোরকম সুবিধাই ছিল না উইকেটে। ডমিঙ্গো জানান, দ্বিতীয় ম্যাচের উইকেটও এখনও ভালো দেখা হয়নি। তবে একবারের দেখায় ভালোই মনে হয়েছে উইকেটটিকে।

তিনি জানান, ‘প্রথমত উইকেট আমরা গতকাল দেখেছি, আজ এখনও দেখিনি। উইকেট এখনও কাভার করা আছে। তবে গতকাল যেমন দেখলাম মনে হল এটাও খুব ভাল উইকেট।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ