ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চরম দু:সংবাদ: বন্ধ হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ অবরোধ ডাক দিলেন শ্রীলংকার ক্রিকেটাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ১৬:৪৬:১৭
চরম দু:সংবাদ: বন্ধ হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ অবরোধ ডাক দিলেন শ্রীলংকার ক্রিকেটাররা

বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার সময় মাঠের ক্রিকেটে যাই খেলুক না কেন শ্রীলংকার ক্রিকেটাররা, মাঠের বাইরে তাদের বড্ড মন খারাপ। ভেতরে ভেতরে চরম অস্থিরতা আর বোর্ডের মধ্যে কোন্দল নিয়ে টালমাতাল অবস্থা শ্রীলংকা ক্রিকেটের।

এমনকি শেষ টেস্টে মাঠে নামা নিয়েও আছে শঙ্কা। গুঞ্জন আছে বোর্ডের কর্মকর্তাদের কাছে শেষ টেস্ট শুরু হওয়ার আগেই সুরাহা চান বেশ কয়েকজন ক্রিকেটার নতুবা অবরোধে যেতে পারেন জাতীয় ক্রিকেটাররা। শেষ টেস্টে নামলেও বাংলাদেশে সফর করবার আগে সুরাহা চান নিশ্চিতভাবেই। নাহলে শীর্ষ অনেক ক্রিকেটারই আসবেনা বাংলাদেশ সফরে। এরকমই মনে করছে শ্রীলংকার বেশ কিছু গণমাধ্যম। গতকাল একটি টক শোতে বোর্ডের সাবেক এক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে এমন শঙ্কার কথা জানান।

নতুন চুক্তিতে যেতে চান না শ্রীলংকার ক্রিকেটাররা, কারনটাও স্বাভাবিক। আগের থেকে বরং বেতন কমেই যাচ্ছে শ্রীলংকার ক্রিকেটারদের। দেড় লক্ষ ডলার বেতন যিনি পেতেন তিনি এখন পাবেন ৫০ হাজার ডলারেরও কম। আর শুধুই একটি সংস্করণ যারা খেলবেন তাদের বেতনের পরিমাণ দাড়াবে আরও অনেক কম যেটা মানতে নারাজ ক্রিকেটাররা।

বেতনের বাইরেও ম্যাচপ্রতি ক্যাটাগরী ভিত্তিতে ৫০০ থেকে ২০০০ ডলার অব্দি পেতেন ক্রিকেটাররা। বিদেশ সফরে দৈনিক খরচ বাবদ টাকা পেতেন। এই সবকিছুই বাদ দেওয়া হয়েছে শ্রীলংকার নতুন বেতন কাঠামো থেকে।

যদিও শ্রীলংকার বোর্ড কেন এত কিছু সুবিধা দিতে নারাজ তার ব্যাখ্যা প্রকাশ করেনি। শ্রীলংকার একটি দৈনিকে অবশ্য ক্রিকেটের আয়ের পরিমাণ অনেক কমেছে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছিল মাস কয়েক আগে। দুইয়ে দুইয়ে চার মেলার পথে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ