ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এবার আইপিএলে বায়ো-বাবল নিয়ে মুখ খুললেন অ্যাডাম জাম্পা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ১৮:২৫:০৪
এবার আইপিএলে বায়ো-বাবল নিয়ে মুখ খুললেন অ্যাডাম জাম্পা

দিন পেরোতেই বাড়তে থাকে করোনা সংক্রমণ। বিগত কয়েক দিনে রেকর্ডসংখ্যক করোনা আ'ক্রান্ত শনাক্ত করা হয়। আর এতেই উদ্বিগ্ন হয়ে পড়েন আইপিএলে অংশগ্রহণ করা ক্রিকেটাররা। ভারতে করোনা সংক্রমণ বাড়াতে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়েও জোর দেয় আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে আইপিএল ছাড়ার পর টুর্নামেন্টটির বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তোলেন জাম্পা।

অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মরনিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, তাঁর দেখা সবচেয়ে বাজে বায়ো-বাবল এটি। “আমরা বেশ কিছু বায়ো-বাবলে থেকেছি। তাই বলতে কোনও দ্বিধা নেই, আমার দেখা সবচেয়ে দুর্বল বায়ো-বাবল এটি। ভারতে আসার আগে আমাদের স্বচ্ছতার বিষয় মাথায় রাখতে বলা হয়। সব সময়ই বলা 'হত, সতর্ক থাকতে। ভারত বলেই বোধহয় এমন বলা 'হতো।”

করোনার কারণে গত বছরের আইপিএল ক্রিকেটার এবং কোচিং স্টাফসহ দলের বাকি সদস্যদের বায়ো-বাবলে রেখে আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। বেশ সফলভাবেই টুর্নামেন্টটি আয়োজন করা হয় সেখানে। আর তাই জাম্পা মনে করেন এবারের আইপিএলও আরব আমিরাতেই আয়োজন করার প্রয়োজন ছিল। “ছয় মাস আগে আরব আমিরারে যে বায়ো-বাবলে ছিলাম, সেখানে কখনো আশঙ্কা কাজ করেনি।

ওটা অনেক বেশি নিরাপদ ছিল। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, এই বছরও আইপিএলে ওখানেই 'হতে পারত। কিন্তু এর সঙ্গে তো অনেক রাজনৈতিক ব্যাপার জড়িয়ে আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে এখানে। পরবর্তী আলোচনার বিষয় হয়ে উঠবে ওটাই। যদিও ৬ মাস এখনো অনেক সময় বাকি রয়েছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ