একাদশ নিয়ে চমক দেয়ার মত তথ্য ফাঁস করলেন টাইগার কোচ ডোমিঙ্গো

এবার কি একাদশে পরিবর্তন আসবে? হেড কোচ রাসেল ডোমিঙ্গো ম্যাচের আগের দিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে পরিষ্কার করে কিছু বললেন না। তবে তার কথায় ইঙ্গিত মিলল, একাদশটা কেমন হতে পারে।
ডোমিঙ্গো জানালেন, উইকেট দেখে মনে হচ্ছে এবারও ভালো ব্যাটিং উইকেট হবে। সেক্ষেত্রে ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে চাইছেন না টাইগার দলের হেড কোচ। প্রথম টেস্টে দুই ইনিংসে ০ আর ১ রান করেও তাই বেঁচে যাচ্ছেন তরুণ ওপেনার সাইফ হাসান।
সাইফের খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি চাই তাকে আরো সুযোগ দিতে। টেস্টে ওপেন করা খুব কঠিন। অনেক ওপেনারেরই দলে ঢুকে নিজের জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। তাই আমরা চাই তাকে কাল আরেকটা সুযোগ দিতে। তাছাড়া ওপেনিংয়ে ডান-বামহাতি কম্বিনেশনটা বেশ ভালো হয়। তাই সাইফ খেলবে।’
একাদশে পরিবর্তন আসবে কিনা? এমন প্রশ্নে টাইগার হেড কোচ বলেন, ‘আমাদের দেখতে হবে বোলারদের জন্য কতটা কঠিন হয়। বোলাররা মাত্র তিন দিন আগেই এই গরমে বোলিং করেছে। ইনিংসে ৩০-৩৫ ওভার করে বল করতে হয়ছে একেকজনকে।
আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। ওরা শারীরিকভাবে কতটা প্রস্তুত আছে, এই গরমে-উত্তপ্ত পরিস্থিতিতে বোলিং করা খুব কঠিন। মনে হচ্ছে, এই উইকেটটাও খুব ভালো উইকেট হবে। গরমের ভাপ খুব কঠিন। আজ (অনুশীলনে) আমরা সবার অবস্থা আবার বোঝার চেষ্টা করব। তারপর দল নিয়ে সিদ্ধান্ত নেব।’
প্রথম টেস্টে একাদশে খেলেছেন তিন পেসার-আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ আর ইবাদত হোসেন। ডোমিঙ্গোর কথাও ইঙ্গিত পাওয়া গেল, দ্বিতীয় টেস্টেও তিন পেসারেই খেলাতে চান। তবে যে কোনো একজনকে বিশ্রাম দেয়া হতে পারে।
ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই ওরা তিনজনই এখন আমাদের প্রথমসারির পেসার। এছাড়া শরিফুল নেটে খুব ভালো কাজ দেখিয়েছে। আমি চাই তিনজনকেই এই টেস্টে খেলাতে। কিন্তু আগে যেমনটা বললাম, দেখতে চাই ওরা এই গরমে টানা বোলিংয়ের চাপটা কতটা নিতে পারছে। গত টেস্টে যেমন তাসকিন ২৫ ওভার করেছে, এবাদত ২০ এর মতো, রাহিও ১৫ ওভারের মতো বল করেছে। আমাকে দেখতে হবে সামনের টেস্টে তারা শতভাগ দিতে পারবে কিনা।
আমরা এখনও শেষ সিদ্ধান্তটা নেইনি, তবে চেস্টা করবো ওরা তিনজনই যেন খেলতে পারে। আমরা চাচ্ছি ওদের দলে রাখার ব্যাপারে-সুযোগ দেয়ার ব্যাপারে ধারাবাহিক হতে। তাসকিন-রাহি দুজনই টেস্টে অনভিজ্ঞ। আমরা তাদের আরও সুযোগ করে দিতে চাই।’
প্রথম টেস্টে ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। এমন সাহসী সিদ্ধান্তে ভুগতে হতে পারতো, যদি উইকেট এতটা ব্যাটিং সহায়ক না থাকতো। দ্বিতীয় টেস্টে কি এই কম্বিনেশন থেকে সরে আসবে টাইগাররা? বাড়তি একজন ব্যাটসম্যান কি খেলানো হবে?
যেহেতু সাকিব আল হাসান নেই, সেই সুযোগ খুব একটা দেখছেন না ডোমিঙ্গো। টাইগার কোচ বলেন, ‘আমাকে এটা নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করতে হবে। তবে এটা ঠিক আমাদের সামনে এখন এ পথটাই খোলা আছে। সাকিব থাকলে আমরা হয়ওত সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম। সাকিব ওভারগুলো বাড়তি কাজে দিত।
কিন্তু এখন এই সুবিধাটা না থাকায় আমাদের সাহসী হতে হবে। ৫ বোলার নিয়ে খেলতে হবে যেন তারা ২০ উইকেট এনে দিতে পারে। যদি আমি একা সিদ্ধান্ত নিতাম, তবে হয়তো সিদ্ধান্ত বলে দিতে পারতাম। কিন্তু নির্বাচক প্যানেল আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তারপর সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব।’
শ্রীলঙ্কার দলে পরিবর্তন আসতে পারে, এমন ভেবে কি গেম প্ল্যান সাজাবে টাইগাররা? ডোমিঙ্গোর জবাব, ‘দেখুন আমি নিশ্চিত নই, শ্রীলঙ্কার পরিকল্পনা কি হবে। এটা নিয়ে ভাবা আমার বা আমাদের কাজ নয়। তবে এটা নিশ্চিত আমাদের মতো তারাও উইকেটের চরিত্র অনুযায়ী দল সাজাবে। আমি ওদের বিষয় নিয়ে ভাবছি না। আমি নিজের দল নিয়েই ভাবছি।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে