ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তামিম-মুশফিকদের আটকাতে প্ল্যান ‘এ ও প্ল্যান ‘বি পরিকল্পনা লঙ্কান অধিনায়কের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৮ ২০:১৩:১৫
তামিম-মুশফিকদের আটকাতে প্ল্যান ‘এ ও প্ল্যান ‘বি পরিকল্পনা লঙ্কান অধিনায়কের

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি। যাতে স্পিনারদের আধিক্য নিয়ে দল সাজানোর কথা জানালেন করুনারত্নে। মুশফিক-তামিমদের জন্যও আলাদা পরিকল্পনা থাকছে লঙ্কানদের।

করুনারত্নে জানালেন, যে করেই হোক তারা জয় চান। তার ভাষায়, ‘আমরা সবসময়ই জয়ের জন্য খেলি। তাই আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার। গত ম্যাচের পিচটা আমাদের প্রত্যাশামতো হয়নি। বোলাররা ২০ উইকেট নিয়ে জয় এনে দেয়ার মতো সাপোর্ট পায়নি।’

লঙ্কান অধিনায়ক যোগ করেন, ‘এমন হলে ফাস্ট বোলারদের জন্য উইকেট পাওয়া কঠিন হয়ে যায়। কারণ বেশিরভাগ সময় উইকেট ব্যাটসম্যানদেরই সাহায্য করেছে। তাই আমরা স্পিনার বাড়ানোর পরিকল্পনা করছি। আমাদের ব্যাটসম্যানরা ভালো ছন্দে আছে। তাই স্পিনারদের ওপর ভরসা করব এবং ম্যাচ জিততে চেষ্টা করব।’

দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হতে পারে? করুনারত্নের জবাব, ‘প্রথম ম্যাচের উইকেট ব্যাটসম্যানদের জন্য ঠিক ছিল। তবে আমরা অন্য ধরনের পিচ চাই। এই ম্যাচে আমরা আশা করছি, ফিফটি-ফিফটি থাকবে। এটা এমন একটা উইকেট হবে, যা প্রথম দুদিন ব্যাটসম্যানদের, পরের তিনদিন স্পিনারদের সাহায্য করবে। আমরা এটাই আশা করছি।’

টপঅর্ডারে তামিম ইকবাল আর মিডল অর্ডারে মুশফিকুর রহীমকে বড় হুমকি মনে করছে শ্রীলঙ্কা। তাদের জন্য দলের নতুন ও তরুণ বোলারদের আলাদা কোনো পরিকল্পনা আছে কি? এমন প্রশ্নে করুনারত্নে বলেন, ‘শুধু নতুন নয়, পুরনোরাও মিটিংয়ে থাকেন। পুরো বোলিং ইউনিট নিয়ে মিটিং হয়। যাতে করে সবকিছু বোঝা যায়। সেখানে তারা সবাই আলোচনা করে, কিভাবে রান হয়, কিভাবে আউট হবে, প্ল্যান ‘এ’ কি কিংবা প্ল্যান ‘বি’। মাঝেমধ্যে প্রথম পরিকল্পনা কাজে না লাগলে, আরেক পরিকল্পনায় যেতে হয়। সেটাও কাজে না লাগলে ব্যাসিকের ওপর জোর দেয়া হয়। তখন আমরা চেষ্টা করি, অন্য উপায়ে উইকেট নেয়ার। এভাবেই আমি কোচদের সঙ্গে পরিকল্পনা করি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ