ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রোহিত শর্মাকে পেছনে ফেলে ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে সেরা দশে মোহাম্মদ রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ১৩:৪২:২৩
রোহিত শর্মাকে পেছনে ফেলে ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে সেরা দশে মোহাম্মদ রিজওয়ান

রিজওয়ান সবমিলিয়ে শেষ ১১ ইনিংসে ১৪২ স্ট্রাইকরেট ও ১০৩ গড়ে সংগ্রহ করেছেন ৬১৯ রান। আর এই অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রমাণ দিয়ে আইসিসি র‍্যাংকিংয়েও বড় লাফ দিলেন রিজওয়ান। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৮২* ও ৯১* রানের দুইটি অপরাজিত ইনিংস খেলে তিন ঢুকে গেছেন টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে সেরা দশে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি শুরুর আগে র‍্যাংকিংয়ে ১৫ নম্বরে ছিলেন রিজওয়ান। তিন ম্যাচে ১৮৬ গড়ে ১৮৬ রান করার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন দশ নম্বরে।

রিজওয়ান টপকে গেছেন ইয়ন মরগ্যান, রোহিত শর্মাদের। শীর্ষ পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছেন ডেভিড মালান, অ্যারন ফিঞ্চ, বাবর আজম, ডেভন কনওয়ে এবং বিরাট কোহলি।

এদিকে বোলিং র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছে তিন ম্যাচে ৪ উইকেট নেয়া হারিস রউফ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ