ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: ম্যাচ জেতার আগে সবার উপরে উঠে গেল মোস্তাফিজের রাজস্থান রয়্যালস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ১৭:১৫:০৯
ব্রেকিং নিউজ: ম্যাচ জেতার আগে সবার উপরে উঠে গেল মোস্তাফিজের রাজস্থান রয়্যালস

খেলা হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই দিল্লিতেই এক ভয়ংকর অবস্থা চলছে, করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শহরটি। চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। সাহায্যের জন্য এদিক-ওদিক ছুটছে মানুষ।

এমন সময়ে আইপিএল চলছে, সমালোচনাও কম হচ্ছে না। তবে আইপিএলের উপার্জিত অর্থ মানবতার কল্যাণে লাগছে না, তা নয়। ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন।

দলগতভাবে এবার বড় সাহায্যের ঘোষণা দিল রাজস্থান রয়্যালস। রাজস্থান জানিয়েছে, করোনা মোকাবিলায় সাড়ে ৭ কোটি রুপি সাহায্য দেবে তাদের ফ্র্যাঞ্চাইজি। টসের ঠিক পরপরই এসেছে এমন ঘোষণা।

শুধু দিল্লি নয়, পুরো ভারতেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনায় মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গেছেন তিন হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৭৩২ জনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ