ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: মুম্বাইকে বিশাল রানের টাগের্ট দিল মুস্তাফিজরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ১৭:৫৩:২৪
ব্রেকিং নিউজ: মুম্বাইকে বিশাল রানের টাগের্ট দিল মুস্তাফিজরা

২০ ওভারে রাজস্থান ১৭১/৪

কুল্টার-নাইলের ওভারে ১২ রান ওঠে। ১টি করে চার মারেন মিলার ও রিয়ান। ২০ ওভারে রাজস্থান ১৭১/৪। মিলার ৪ বলে ৭ ও পরাগ ৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৭২ রান।

রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন বাটলার ও যশস্বী। বোলিং শুরু করেন বোল্ট। প্রথম বলেই বাউন্ডারি মারেন বাটলার।

রাজস্থানের প্রথম একাদশজোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে রাজস্থানগত ম্যাচের অপরিবর্তিত প্লেয়িং ইলেভেনেই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের।

মুম্বইয়ের প্রথম একাদশরোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, জয়ন্ত যাদব, ন্যাথন কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

বাদ পড়লেন ইশান কিষাণকড়া সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের। রানের খোঁজে হন্যে হয়ে ঘোরা ইশান কিষাণকে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার বদলে ন্যাথন কুল্টার-নাইলকে দলে নিয়ে চার বিদেশির ফর্মুলায় ফিরল মুম্বই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ