ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অক্সিজেন কেনার জন্য সাড়ে ৮ কোটি টাকার অনুদান দিলেন মুস্তাফিজরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ১৯:৪২:৫৫
অক্সিজেন কেনার জন্য সাড়ে ৮ কোটি টাকার অনুদান দিলেন মুস্তাফিজরা

করোনাভাইরাসের প্রথম দফা কাটিয়ে ওঠলেও দ্বিতীয় ঢেউয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার।

অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরা মারা যাচ্ছেন। দেশটির এমন কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস। করোনা মোকাবেলায় দেশটিতে সাড়ে সাত কোটি রুপি অনুদান দিয়েছে দলটি। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৮ কোটি টাকা আর বৈদেশি মুদ্রায় প্রায় এক মিলিয়ন ডলারের বেশি।

দলটির ক্রিকেটার, ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষের অনুদানে বিপুল পরিমাণ এই অর্থ জোগাড় করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের যৌথ উদ্যোগে করোনা মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে তারা।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজস্থান রয়্যালস তাদের মালিক, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য অনুদান হিসেবে ঘোষণা দিচ্ছে। এটি রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের অধীনে বাস্তবায়িত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ