ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ম্যাচ হেরে সরাসরি যাকে দোষলেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ২০:০৬:১৭
ম্যাচ হেরে সরাসরি যাকে দোষলেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন

সেট হয়ে ব্যাট চালায় বাটলার। রাহুল চাহারের বলে বিদায় নেয় তিনি ৪১ রান করে। এরপর অধিনায়ক এসে দল কে এগিয়ে যেতে থাকে জাইসওয়াল কে নিয়ে। চাহারের বলে এরপর বিদায় নেয় জাইসওয়াল ব্যক্তিগত ৩২ রানে। দ্রুত রান তুলতে গিয়ে অধিনায়ক শেষে কাটা পরে বোল্টের বলে ৪২ রান করে। এরপর ব্যাটিং নামা ডুবে ওয়ানডে মেজাজে রান তোলে ৩১ বলে ৩৫, তাতে বড় সংগ্রহে বাধা হয়ে যায়। শেষ পর্যন্ত তারা সংগ্রহ পায় ৪ উইকেটে ১৭১ রানের।

জবাবে ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু টা ভালো হয় মুম্বাইয়ের। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ১৭ রান করে ক্রিস মরিসের বলে বিদায় নেয় রোহিত শর্মা। ক্রিস মরিস এরপর তুলে নেয় সূর্যকুমার যাদব কে। এক প্রান্তে উইকেট গেলেও অন্য প্রান্তে রানে ফেরে ডি কক, তুলে নেয় এই আইপিএলে প্রথম অর্ধ শতক।

তার ও ক্রুনালের ব্যাটে করে জয়ের দিকেই এগিয়ে যেতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০ বলে যখন ২৭ রান দরকার তখন ক্রুনাল কে বিদায় দিলে ব্রেকথ্রু এনে দেয় মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত মুম্বাই কে ৭ উইকেটের সহজ জয় এনে দেয় ডি কক।

রাজস্থান অধিনায়কের মতে প্রথমে ব্যাটিং করে আরও অন্তর ২০ থেকে ২৫ রান বেশি করতে পারলে হয়তো ফলাফল তাদের পক্ষেই কথা বলতো।

ম্যাচ হারের পর স্যামসন বলেন, ‘’আমাদের অন্তত ২০-২৫ রান কম হয়ে গেছে। আমরা স্কোরবোর্ডে বেশি রান যোগ ক্রতে পারিনি। আমার মনে হয় তাদের বোলিং লাইনআপ খুবই ভালো ছিল। আমাদের দলের বোলাররাও ভালো করেছে। আমরা আরও ভালো পারফরম্যান্স করেই এগিয়ে যেতে চাই।।‘’

নিজ দলের বোলারদের প্রশংসা করে স্যামসন আরও বলেন, ‘’এখন পর্যন্ত আমাদের বোলাররা ভালো করছে। এটি খুব ভালো উইকেট ছিল বোলারদের জন্য। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। ইতিবাচক ক্রিকেট খেলতে চাই সামনের ম্যাচগুলোতে।‘’

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান রয়্যালস ১৭১-৪ (২০)

জস বাটলার ৪১ (৩২)সাঞ্জু স্যামসন ৪২ (২৭)জাইসওয়াল ৩২ (২০)

বুমরাহ ১৫-১ (৪ ওভার)চাহার ৩৩-২ (৪ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স ১৭২-৩

ডি কক ৭০ক্রুনাল পান্ডিয়া ৩৯

মুস্তাফিজ ৩৭-১ (৩.৩)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ