ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হাসান আর আফ্রিদির অবিশ্বাস্য গতির ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ২০:৪৩:৫৬
হাসান আর আফ্রিদির অবিশ্বাস্য গতির ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে

টস জিতে ব্যাট করতে নামাই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। ৩০ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন টপ অর্ডারের প্রিন্স মাউভারে (১১), কেভিন কাসুজা (০), তারিসাই মুসাকান্দা (১৪), ব্রেন্ডন টেলর (৫)। এর মধ্যে দুই উইকেট নেন হাসান আলি, একটি করে শাহীন শাহ আফ্রিদি আর নোমান আলি।

দুই অভিষিক্ত মিলটন সাম্বা আর রয় কায়া মাঝখানে হাল না ধরলে লজ্জাটা আরও বড় হতে পারতো। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তারা। সাম্বার (২৭) রানআউটে ভাঙে এই জুটি।

এরপর হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে হাসান আলির বলে এলবিডব্লিউয়ের শিকার হন কায়া (৪৮)। রেগিস চাকাভাকে (১৯) ইমরান বাটের ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান আলি।

পরে লেজটা একাই ছেঁটে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। শেষের তিন ব্যাটসম্যানকেই বোল্ড করেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ৪৩ রানে তার শিকার ৪ উইকেট। হাসান আলির ৪ উইকেট নিতে খরচ ৫৩ রান।

জবাব দিতে নেমে দেখেশুনে শুরু করেছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার শেষে বিনা উইকেটে ১৯ রান তুলেছে সফরকারিরা। ইমরান বাট ১০ আর আবিদ আলি ৮ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ