ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আজকের দিনে উইকেট না পড়ায় বোলারদের নয় যার দেষ দিলেন ব্যাটিং কোচ লুইস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ২১:০৫:১৮
আজকের দিনে উইকেট না পড়ায় বোলারদের নয় যার দেষ দিলেন ব্যাটিং কোচ লুইস

সেটিও এসেছে অভিষিক্ত শরিফুল ইসলামের কল্যাণে দিনের তৃতীয় সেশনে। প্রথম দিনে ৯০ ওভার বল করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কাঁপুনি ধরাতে না পারলেও বাংলাদেশের বোলারদের দোষ দিতে নারাজ জন লুইস। বাংলাদেশের এই ব্যাটিং কোচ মনে করেন, বোলাররা যেভাবে চেষ্টা করেছে তাতে তাঁদের দোষ দিতে চান না।

উইকেট তুলে নিতে না পারলেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। নতুন কিংবা পুরাতন সব বলেই লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন ডানহাতি এই পেসার। তবে সতীর্থদের ব্যর্থতায় উইকেটের মুখ দেখা হয়নি তাসকিনের। ব্যক্তিগত ২৮ রানে থাকা দিমুথ করুনারত্নেকে ফেরানোর সুযোগ পেয়েছিলেন এই পেসার।

কিন্তু মুমিনুল হক সময় মতো বলের কাছে যেতে না পারায় হতাশায় পুড়তে হয়। এর দুই বল পরই স্লিপে সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। উইকেটে বোলারদের জন্য এমনিতেই তেমন কিছু ছিল না, এমতাবস্থায় এমন সুযোগ ফিল্ডাররা লুফে নিতে না পারায় দিন শেষে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা।

এটি হতাশার একটি দিন ছিল বলে জানিয়েছেন লুইস। প্রথম দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লুইস বলেন, ‘এটি হতাশার কিন্তু বোলারদের জন্য সহানুভূতি রয়েছে। তাদের প্রচেষ্টাকে দোষ দেয়া যায় না। এখানে বোলারদের জন্য তেমন কোনো সুবিধা ছিল না।’

এদিকে দলে পাঁচ বোলার থাকায় নিজেদের ভাগ্যবান মানছেন এই ইংলিশ কোচ। এ প্রসঙ্গে লুইস বলেন, ‘আমরা ভাগ্যবান যে আমাদের পাঁচজন বোলার রয়েছে। এই সিরিজে আমরা পাঁচজন বোলার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। উইকেটের দিকে তাকিয়ে দেখুন, এটি ভালো সিদ্ধান্ত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ