ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নতুন ভোরের আশায় টিম বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ২১:৩০:৩১
নতুন ভোরের আশায় টিম বাংলাদেশ

প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ২৯১। দিন শেষে মিডিয়ার মুখোমুখি হলেন বাংলাদেশ দলের কোচ জন লুইস। তিনি এখনও ঠিক ধরতে পারছেন না, উইকেট কী সত্যিই প্রথম টেস্টের মত?

যদি প্রথম টেস্টের মত হয়, তাহলে তো কথাই নেই। ব্যাটসম্যানরাই রাজত্ব করবে। কিন্তু যদি দ্বিতীয় দিন থেকে উইকেটে ভাঙন তৈরি হয়, তাহলে পরিস্থিতি হবে ভিন্নরকম। এ কারণে দ্বিতীয় দিনটা দেখা পর্যন্ত অপেক্ষা করতে চান ব্যাটিং কোচ।

ম্যাচ শেষে জন লুইস বলেন, ‘এই ম্যাচের উইকেট সম্পর্কে আমি মূল্যায়ন করবো ম্যাচের পর। প্রথম দিন শেষেই উইকেট মূল্যায়ন করা যায় না। যদি এই উইকেট প্রথম টেস্টের মত হয়, তাহলে তো কথাই নেই। বোঝা যাবে, আমাদের কী করতে হবে। তবে, টেস্ট ম্যাচ যদি টেস্টের মত করতে হয়, তাহলে সেখানে ব্যাট-বলের কিছু লড়াই থাকতে হয়।’

উইকেট যদি ভিন্ন হয়, তাহলে? এ নিয়ে জন লুইস বলেন, ‘যদি উইকেট ভাঙতে শুরু করে, তাহলে দ্বিতীয় দিনের শেষ অংশ থেকেই স্পিনারদের সাহয্য করবে এটি। তখন আপনি বর্ণনা করতে পারবেন, এটাই হচ্ছে একেটি খাঁটি টেস্ট পিচ। এখন এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’

টসটা কী খুব গুরুত্বপূর্ণ ছিল? টস হেরে যাওয়াটা কী বাংলাদেশের জন্য টেস্টে প্রভাব ফেলতে পারে? জন লুইস বলেন, ‘যদি প্রথম টেস্টের মত একই পিচ হয়, যদিও সেটা হওয়ার সম্ভাবনা কম, তাহলে খুব বেশি কিছু (প্রথম টেস্টের মত) পরিবর্তন হবে না।

আমি মনে করতে পারি যে, শ্রীলঙ্কা আশায় আছে উইকেটে ভাঙন ধরতে পারে। তাহলে চতুর্থ কিংবা পঞ্চম দিন উইকেট মোটেও ব্যাটিং বান্ধব থাকবে না। সুতরাং, আমাদের অপেক্ষা করতে হবে যে, উইকেট কী ধরনের আচরণ করে তা দেখার জন্য।’

ফিল্ডিংয়ে কয়েকটি ক্যাচ মিস হয়েছে। তা নিয়ে জন লুইস বলে, ‘সমালোচনা করা খুব সহজ। খুব বেশি তো চান্স তৈরি হয়নি। এমনকি দুই টেস্টেই। উইকেট যেমন, তাতে খুব বেশি চান্স তৈরি করা আসলেই কঠিন। আমরা একটি কিংবা দুটি সুযোগ নষ্ট করেছি। এটা এত বড় কিছু না।

ছেলেরা ফিল্ডিংয়ে খুব কষ্ট করেছে। দু’একটা ক্যাচ মিসে এটা প্রমাণ করে না যে ছেলেদের মনযোগ, নিজেদের উজাড় করে দেয়ার মানসিকতা কম ছিল। এগুলোকে মানবীয় ভুল হিসেবে ধরে নিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ