ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কোহলিকে পাত্তা দিচ্ছেন না ‘১৫’ কোটি রুপির জেমিসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ২২:০৫:৪৭
কোহলিকে পাত্তা দিচ্ছেন না ‘১৫’ কোটি রুপির জেমিসন

১৮ জুনে ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। আর এই ফাইনাল ম্যাচটি খেলা ডিউক বলে। আইপিএল শুরু হওয়ার আগেই ক্রিকেটারদের টুর্নামেন্টের ফাঁকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেওয়ার অনুমতি দিয়েছে বিসিসিআই। সে অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিদের হয়ে অনুশীলন শেষে আলাদা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

এবারের আইপিএলের নিলামে ১৫ কোটি রুপিতে নিউজিল্যান্ডের কাইল জেমিসনকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের ফাঁকে তিনিও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছেন ডিউক বলে। তবে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে এসেছে নেটের ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলির কথা শুনছেন না জেমিসন!

মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ যেহেতু ডিউক বলে… সে কারণে ফাইনালের আগে নেটে জেমিসনকে ডিউক বল করতে বলেন কোহলি। এমনটাই জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান। সম্প্রতি এক ইউটিউবকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি ও জেমিসনের নেট অনুশীলন প্রসঙ্গে বলেন,

“বিরাট (কোহলি) খুব চালাক। নেটে অনুশীলন করার পর আমরা তিন জন- বিরাট, জেমিসন আর আমি বসে ছিলাম। সেই সময় দুজনের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল। বিরাট তখন বলে, জেমি তুমি তো ডিউক বলে অনেক বল করেছ। জেমি উত্তর দেয়, হ্যাঁ আমার কাছে দুটো ডিউক বল রয়েছে। আমি ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাওয়ার আগে ওই বলে অনুশীলন করব।”

“বিরাট বলে, তুমি আমাকেও নেটে ওই বলে বল করতে পার। তোমার বল খেলতে পারলে আমারও ভাল লাগবে। জেমি সঙ্গেসঙ্গেই কোহলির সেই আবেদনে না বলে দেন।”

যদিও ক্রিস্টিয়ান পরবর্তীতে জানান, তাঁদের কথোপকথন নিছক মজার ছলেই ছিল। তবে জেমিসনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা সমস্যায় পড়বেন সেটি মাথায় রেখেই আইপিএলে এতো দামে দলে ভেড়ানো হয়েছিল কাইল জেমিসনকে।

এদিকে ক্রিস্টিয়ান আরও জানান মাঠের বাইরে দলের চেয়ে নিজের পরিবারের সঙ্গেই বেশি সময় কাটান রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। তবে তাঁর তুলনায় পুরোপুরি ভিন্ন এবি ডি ভিলিয়ার্স। ক্রিস্টিয়ান জানান, ২২ গজে আগ্রাসী হলেও মাঠের বাইরে বেশ নম্র-ভদ্র এবি ডি ভিলিয়ার্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ