ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৬,৬,৬,৪,৪,৬ আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে দিল্লিকে বিশাল রানের টার্গেট দিলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ২৯ ২২:১৬:৪৫
৬,৬,৬,৪,৪,৬ আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে দিল্লিকে বিশাল রানের টার্গেট দিলো কলকাতা

কিন্তু উইকেটে যে তখনও রয়ে গেছেন আন্দ্রে রাসেল। ১৭ ওভার শেষে তিনি অপরাজিত ১৮ বলে ১৬ রানে। এমন ধীর শুরু করা ক্যারিবীয় অলরাউন্ডার শেষটা করলেন তার চিরাচরিত বিধ্বংসী ব্যাটিংয়ে।

রাসেলের ব্যাটে চড়েই শেষ তিন ওভারে ৪২ রান তুলল কলকাতা। তাতে পেয়ে গেল লড়াকু পুঁজিও। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। অর্থাৎ জিততে হলে দিল্লি ক্যাপিটালসকে করতে হবে ১৫৫।

টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতিতে এগোতে থাকা কলকাতা। নীতিশ রানা (১২ বলে ১৫), রাহুল ত্রিপাথি (১৭ বলে ১৯), শুভমান গিলরা (৩৮ বলে ৪৩) ঠিক টি-টোয়েন্টির মেজাজে খেলতে পারেননি।

তারপরও একটা সময় ১ উইকেটে ৬৯ রান ছিল কলকাতার, দশম ওভার চলছে তখন। সেখান থেকে হঠাৎ ধস নামে ইনিংসে। ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় দলটি। ইয়ন মরগ্যান আর সুনিল নারিন তো রানের খাতাই খুলতে পারেননি।

এরপর দিনেশ কার্তিক ফেরেন ১০ বলে ১৪ করে। সেখান থেকে দলকে একটু একটু করে এগিয়ে নেয়া আন্দ্রে রাসেলের। শেষটায় এসে তো রীতিমত ঝড় তুললেন। ১৮তম ওভারে এক চার, ১৯তম ওভারে এক চার আর দুই ছক্কা, ২০তম ওভারে আরও এক ছক্কা হাঁকিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন মূলত রাসেলই।

শেষ পর্যন্ত ২৭ বলে ২ বাউন্ডারি আর ৪ ছক্কার মারে ৪৫ রানে অপরাজিত থাকেন কলকাতার এই ক্যারিবীয় অলরাউন্ডার। ১৩ বলে ১১ রানে তার সঙ্গে ছিলেন প্যাট কামিন্স।

দিল্লি ক্যাপিটালসের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল আর ললিত যাদব নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে শিকার আভেশ খান আর মার্কাস স্টয়নিসের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ