ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এবার এক কোটি রুপি দান করলেন টেন্ডুলকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ এপ্রিল ৩০ ১৯:২৬:০২
এবার এক কোটি রুপি দান করলেন টেন্ডুলকার

সদ্যই করোনা থেকে সুস্থ হওয়া টেন্ডুলকার টুইটারে লেখেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙ্গে পড়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার।

এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এটা দেখে খুব ভাল লাগছে। ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এরা অর্থ সংগ্রহ করছেন। আমি তাদের সাহায্য করলাম। আশা করবো, ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত’।

অনুরাগীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন টেন্ডুলকার। তিনি লেখেন, ‘যতদিন আমি খেলেছি আপনারা আমার সাফল্য পেতে সাহায্য করেছেন। এবার আমাদের সবাইকে একসাথে এই মহামারির বিরুদ্ধে লড়াই চালাতে হবে’।

টেন্ডুলকারের পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করেছেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, প্যাট কামিন্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ