সদ্য পাওয়া খবর : কলকাতার অধিনায়কত্বে পরিবর্তন,ফিরছেন সাকিব

দিল্লি ক্যাপিটালসের কাছে বিশাল ব্যবধানে হারের পর দলে পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। কলকাতার হয়ে প্রথম ৩ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। ১ ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করলেও বাকি ম্যাচগুলোতে সাকিব খুব বেশি সুবিধা করতে পারেননি।
অন্যদিকে বল হাতে কম খরুচে ছিলেন সাকিব। তবে এরপরও তাকে একাদশ থেকে ছাঁটাই করে কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে একাদশ থেকে বাদ দিয়ে দলে নেয়া হয় সুনীল নারাইনকে। তবে ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ছিলেন ব্যর্থতার চূড়ান্ত সীমানায়।
চার ম্যাচে এখন পর্যন্ত কোন ম্যাচেই নিজের রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। সর্বোচ্চ রান ৬ এর সাথে তার মোট রান মাত্র ১০। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার কোনো জায়গাতেই সুবিধা করতে পারেছেন না তিনি। এমন পারফরম্যান্সের পর নারাইনকে একাদশ থেকে ছাঁটাই করতে যাচ্ছে কলকাতা।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারের পর নাইট অধিনায়ক ইয়ন মরগানের কথায় মিলে পরিবর্তনের আভাস। তিনি জানিয়েছেন দলে প্রতিভাবান অন্য যে ক্রিকেটার আছে তাদেরকে নিয়েই পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তার দল। দলে চার বিদেশির মধ্যে অধিনায়ক ইয়ন মরগানের পারফরম্যান্স নিয়েও অবশ্য সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাকিব আল হাসানকে অধিনায়ক করার দাবি উঠেছিল বেশ আগেই। কেননা মরগান ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে সাকিবের।
এছাড়া দলটিতে অধিনায়কত্ব করার মত অভিজ্ঞ তেমন ক্রিকেটারও নেই। এর আগে দীনেশ কার্তিককে অধিনায়ক করা হলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক থেকে অব্যাহতি দেয়া হয়েছিল তাকে। ফলে সাকিবের হাতে অধিনায়কত্ব তুলে দিলে অবাক হবার কিছুই থাকবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে